Messi Record: পেশাদার ফুটবলে ৮০০ গোল, দেশের জার্সিতে ৯৯ মেসির
দেশে ও ক্লাব-দুটো মিলিয়ে পেশাদার ফুটবলে ৮০০ গোলের মাইলস্টোন গড়া হয়ে গেল লিওনেল মেসির।
দেশে ও ক্লাব-দুটো মিলিয়ে পেশাদার ফুটবলে ৮০০ গোলের মাইলস্টোন গড়া হয়ে গেল লিওনেল মেসি (Lionel Messi)-র। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে এই নজির গড়লেন পিএসজির আর্জেন্টিনার বিশ্বসেরা ফুটবলার। কাতারে বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার জার্সিতে প্রথমবার মাঠে নেমেই গোল করলেন মেসি। পানামার বিরুদ্ধে মেসির দুরন্ত গোলের সুবাদে ২-০ গোলে জিতল আর্জেন্টিনা।
ম্যাচের ৮৯ তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন মেসি। বুয়েনস আয়ার্সে হওয়া এই ম্যাচে ৭৮ মিনিটে থিয়েগো আলমাডা আর্জেন্টিনার পক্ষে প্রথম গোলটি করেন। বার্সেলোনার জার্সিতে ১৭টা মরসুম খেলে ৬৭২টি, পিএসজি-র হয়ে ২৯টি, এবং দেশের জন্য ৯৯টি গোল করেছেন মেসি। তার মানে আগামী মঙ্গলবার কুরকাওয়ের বিরুদ্ধে দেশের হয়ে গোলের সেঞ্চুরি করার রেকর্ডের হাতছানি মেসির সামনে। আরও পড়ুন-তারকা দুই বাঁ হাতি পেসার অনিশ্চিত আইপিএলে
দেখুন টুইট
দেখুন টুইট
নিজে পেশাদার ফুটবলে ৮০০টা গোল করার পাশাপাশি একবার বিশ্বকাপ জয়, চারবার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব, ১০টা স্প্য়ানিশ লা লিগা, কোপা আমেরিকা ট্রফি জিতেছেন মেসি।