Korea Open 2019: পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালরা বিদায় নিলেও কোয়ার্টার ফাইনালে পারুপল্লি কাশ্যপ

পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালরা আগেই বিদায় নিয়েছেন। চলতি কোরিয়া ওপেনে ভারতীয়দের হতাশার মাঝে সাই প্রণীতেরও বিদায় হয়েছে। চলতি কোরিয়া ওপেনে এখন ভারতের সব আশা পারুপল্লি কাশ্যপের ওপর। সেই পি কাশ্যপ দুরন্ত খেলে কোয়ার্টার ফাইনালে উঠলেন।

পি কাশ্যপ। (Photo Credits: IANS)

ইঞ্চিয়ন (দক্ষিণ কোরিয়া), ২৬ সেপ্টেম্বর: Korea Open 2019: পিভি সিন্ধু (PV Sindhu) , সাইনা নেহওয়াল (Saina Nehwal) রা আগেই বিদায় নিয়েছেন। চলতি কোরিয়া ওপেনে ভারতীয়দের হতাশার মাঝে সাই প্রণীতেরও বিদায় হয়েছে। কোরিয়া ওপেনে এখন ভারতের সব আশা পারুপল্লি কাশ্যপ (Parupalli Kashyap)- এর ওপর। সেই পি কাশ্যপ দুরন্ত খেলে কোয়ার্টার ফাইনালে উঠলেন। মালয়েশিয়ার লি ডারেনকে ২১-১৭, ১১-২১, ২১-১২ তে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের ৩৩ বছরের তারকা এই শাটলার।

সেমিফাইনালে ওঠার ম্যাচে কাশ্যপের প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন ডেনমার্কের জান ও জোরগেনসেন অথবা ইন্দোনেশিয়ার সিনিসুকা গিনটিং। জোরগেনসেন বনাম সিনসুকার মধ্যে শেষ ষোলো রাউন্ডের ম্যাচের জয়ীর বিরুদ্ধেই খেলবেন কাশ্যপ। আরও পড়ুন-দেহ-ব্যবসায়ীর চরিত্রে রিচা চিড্ডা

প্রি কোয়ার্টার ফাইনালে কাশ্যপ-লি ডারেনের মধ্যে বেশ লড়াই হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা ম্যাচে কাশ্যপ শুরুটা দারুণ করেন। প্রথম গেমে ২১-১৭ জেতার পর দ্বিতীয় গেমে বেশ কতগুলো ভুলের খেসারত দিতে হয় কাশ্যপকে। দ্বিতীয় গেমে কাশ্যপ হারেন ১১-২১। এরপর নির্ণায়ক তৃতীয় গেমে কাশ্যপ দারুণ খেলে ২১-১২ জেতেন।



@endif