CWC 2023 Eden Gardens: ইডেনে হতে পারে বিশ্বকাপের সেমিফাইনাল! কাল সূচি প্রকাশ
বাংলার ক্রিকেটপ্রেমীরা আগামিকাল, মঙ্গলবার দারুণ একটা সুখবর পেতে পারেন। কাল, মঙ্গলবার সকাল ১১টায় মুম্বইয়ে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশ করতে চলেছে আইসিসি।
মুম্বই, ২৬ জুন: বাংলার ক্রিকেটপ্রেমীরা আগামিকাল, মঙ্গলবার দারুণ একটা সুখবর পেতে পারেন। কাল, মঙ্গলবার সকাল ১১টায় মুম্বইয়ে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের (ICC World Cup Cricket 2023) ক্রীড়াসূচি প্রকাশ করতে চলেছে আইসিসি। সূত্রের খবর, এবারের বিশ্বকাপের একটি সেমিফাইনাল হবে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। এতদিন শোনা যাচ্ছিল সেমিফাইনালের দুটি ম্য়াচ হবে মুম্বই ও চেন্নাইয়ে।
কিন্তু বোর্ড কর্তারা সব দিক বিবেচনা করে কলকাতায় সেমিফাইনালের ম্যাচ আয়োজনের পক্ষে রায় দেন। মুম্বইয়ের ওয়াংখেড়ের পাশাপাশি কলকাতার ইডেনেও হবে সেমিফাইনাল। তবে ফাইনাল হচ্ছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই। আরও পড়ুন-৪০৮ করে ৩০৪ রানে জয় জিম্বাবোয়ের, একটুর জন্য রক্ষা ভারতের রেকর্ড
সূত্রের খবর, বিশ্বকাপের দুটি সেমিফাইনাল হবে যথাক্রমে আগামী ১৫ ও ১৬ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে ও কলকাতার ইডেন গার্ডেন্সে। গ্রুপ লিগে ইডেনে ভারত শুধুমাত্র একটা ম্যাচ খেলবে। ইডেনে টিম ইন্ডিয়ার গ্রুপের ম্যাচ হতে পারে ৫ নভেম্বর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
দেখুন টুইট
১৯৮৭ বিশ্বকাপের ফাইনাল, ১৯৯৬ বিশ্বকাপের উদ্বোধন ও সেমিফাইনাল, ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ক্রিকেটের নন্দনকানন কলকাতার ইডেন গার্ডেন্সে। তবে ২০১১ বিশ্বকাপের আগে স্টেডিয়াম প্রস্তুত না হওয়ায় একটা ম্যাচও হয়নি ইডেনে। ইডেনে শেষবার ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ হয় ১৯৯৬ সালের ১৩ মার্চ ভারত বনাম শ্রীলঙ্কা সেমিফাইনালে। দর্শকদের বিশৃঙ্খলায় ম্যাচ ভারতের ৩৪ তম ওভারে বন্ধ হয়ে গিয়েছিল। ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। ২৭ বছর ৮ মাস পর ইডেনে ফিরছে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ।