GT vs KKR, IPL 2023: শেষবেলায় গুজরাটের বিজয় হুঙ্কার, মোদী স্টেডিয়ামে জিততে কলকাতার চাই ২০৫ রান
আইপিএল ২০২৩-এ অ্যাওয়ে ম্য়াচে প্রথমবার জয়ের স্বাদ পেতে কলকাতা নাইট রাইডার্সকে করতে হবে ২০৫ রান।
আইপিএল ২০২৩-এ অ্যাওয়ে ম্য়াচে প্রথমবার জয়ের স্বাদ পেতে কলকাতা নাইট রাইডার্স (KKR)-কে করতে হবে ২০৫ রান। শেষের দিকে বিজয় শঙ্করের অবিশ্বাস্য ৬৩ রানের ইনিসে ভর করে রবিবার আমেদাবাদে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে গুজরাট টাইটান্স করল রান ২০৪ রান। ইনিংসের শেষ ১৫ বলে গুজরাট করে ৫১ রান।
হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে রশিদ খানের নেতৃত্বে নেমে গুজরাট এদিন তেমন কোনও তারকা ব্যাটার ছাড়াই বড় রান করল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এদিন মাতিয়ে দিলেন গুজরাট টাইটন্সের অলরাউন্ডার বিজয় শঙ্কর। পাঁচে নেমে বিজয় ২১ বলে হাফ সেঞ্চুরি করে দলকে দারুণ জায়গায় নিয়ে গেলেন। প্রতি মরসুমে নিয়ম করে ব্যর্থ হওয়া বিজয় এদিন জ্বলে উঠলেন। শেষ অবধি ২৪ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে দারুণ জায়গায় নিয়ে গেলেন তামিলনাড়ুর ৩২ বছরের অলরাউন্ডার বিজয়। ৫টা ওভার বাউন্ডারি, ৪টি বাউন্ডারিতে সাজানো থাকল বিজয় শঙ্করের ২৪ বলের অবিশ্বাস্য ক্য়ামিও ইনিংস। ৩৮ বলে ৫৩ রানের দারুণ ইনিংস খেললেন সাই সুদর্শনও। ধীরগতির ইনিংস খেলেন ওপেনার শুভমন গিল (৩১ বলে ৩৯)। সেভাবে রান পাননি গুজরাটের অপর ওপেনার ঋদ্ধিমান সাহা (১৭)-ও। আরও পড়ুন-সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংস আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
দেখুন টুইট
সুনীল নারিন দারুণ ৩৩ রান দিয়ে ৩ উইকেটের দারুণ স্পেল করলেও কেকেআরর-এর বাকি বোলাররা পুরোপুরি ব্যর্থ হলেন। কেকেআর-এর তিন পেসার উমেশ যাদব, শার্দুল ঠাকুর, লোকি ফার্গুসন মোট দশ ওভার বলে দিলেন মোট ১০৪ রান, কোনও উইকেট পাননি। আরসিবি ম্যাচে দারুণ বল করা বরুণ চক্রবর্তী এদিন ২ ওভার বলে দেন ২৭ রান। মন্দের ভাল স্পেল সূয়েশ শর্মার (৩৫ রানে ১ উইকেট)।