KKR vs SRH IPL 2024: চ্যাম্পিয়নের মত খেলে ফাইনালে কলকাতা নাইট রাইডার্স, ১০ বছর পর খেতাব জয় আর একধাপ দূরে
তিন বছর পর আইপিএলের ফাইনালে উঠল কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার রাতে আমেদাবাদে সান রাইজার্স হায়দারাবাদ-কে অনায়াসে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল দু'বারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স।
আমেদাবাদ, ২১ মে: তিন বছর পর আইপিএলের (IPL 2024) ফাইনালে উঠল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মঙ্গলবার রাতে আমেদাবাদে সান রাইজার্স হায়দারাবাদ (SRH)-কে অনায়াসে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল দু'বারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স। রবিবার চেন্নাইয়ে ফাইনালে কলকাতার প্রতিপক্ষ কে হবে তা আগামী ক দিনে ঠিক হবে। ১০ বছর পর আইপিএল জেতা থেকে আর মাত্র এক ধাপ দূরে কলকাতা। গত বছর শাহরুখ খানের সিনেমাগুলো যেভাবে বক্স অফিসে মহাসাফল্যের মুখ দেখেছিল, চলতি আইপিএলে তাঁর দল যেন মালিকের সাফল্যের পথ ধরেই একেবারে খেতাবের কাছে চলে এল।
ব্যাট-বল-ফিল্ডিং, সব কটা বিভাগে প্যাট কামিন্সের হায়দরাবাদ-কে উড়িয়ে ৩৮ বল বাকি থাকতে জিতল শাহরুখ খানের দল। সান রাইজার্সের ১৫৯ রান মাত্র ১৩.৪ ওভারে ২ উইকেট তুলে কোয়ালিফায়ার ওয়ানে জিতল কলকাতা।
দেখুন ভিডিয়ো
কলকাতার জয়ে নায়ক ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার অজি পেসার মিচেল স্টার্ক। স্টার্ক এদিন শুরুতে বল হাতে আগুন ঝরিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিলেন।
দেখুন ছবিতে
৩৪ রানে ৩ উইকেটের ম্যাচের ফারাক গড়া স্পেলে স্টার্ক আউট করেন হেড, নীতীশ রেড্ডি ও শাহবাজ আহমেদ-কে। চলতি আইপিএলে ব্যর্থ স্টার্ক একেবারে মোক্ষম সময়ে জ্বলে উঠে দলকে জেতালেন। আরও পড়ুন-নজির গড়ে ষষ্ঠবার ইউরো কাপে খেলবেন রোনাল্ডো, শেষবার দেশের জার্সিতে সিআরসেভেন
রান তাড়া করতে নেমে কলকাতার সব ব্যাটাররাই রান পেলেন। অধিনায়ক শ্রেযস আইয়ার (২৪ বলে ৫৮ অপরাজিত), ভেঙ্কটেশ আইয়ার (২৮ বলে ৫১ অপরাজিত) দুরন্ত হাফ সেঞ্চুরি করে দলকে জেতালেন। তার আগে সুনীল নারিন (১৬ বলে ২১) ও রহমুনাল্লা গুরবাজ (১৪ ২৩) ভাল খেলেন। একবারে খারাপ ফিল্ডিং করে হায়দরাবাদ। সহজ ক্যাচ মিস করেন ট্রাভিস হেড। যে হেড এদিন শূন্য রানে আউট হন।
দেখুন ভিডিয়ো
আবারও কলকাতাকে কাপ জেতাতে তৈরি গৌতম গম্ভীর। গত দুটো মরসুমে ব্যর্থতা ঝেড়ে নাইটরা এবার অবিশ্বাস্য ফর্মে। লিগে শীর্ষে থেকে কোয়ালিফায়ার ওয়ানে ওঠার পর, এদিন কলকাতা খেলল চ্যাম্পিয়নের মত ক্রিকেট।