Kedar Jadhav Retire: অবসরের আরাম কেদারায় কেদার, ধোনির পছন্দের ক্রিকেটারের বাইশ গজকে বাই বাই
বাইশ গজকে বিদায় জানালেন ভারতের জার্সিতে ৮১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কেদার যাদব (Kedar Jadhav)। ৩৯ বছর বয়সে অবসর ঘোষণা করলেন ওয়ানডে-তে ১৩৮৯ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১২২ রানের মালিক কেদার যাদব।
মুম্বই, ৩ জুন: বাইশ গজকে বিদায় জানালেন ভারতের জার্সিতে ৮১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কেদার যাদব (Kedar Jadhav)। ৩৯ বছর বয়সে অবসর ঘোষণা করলেন ওয়ানডে-তে ১৩৮৯ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১২২ রানের মালিক কেদার যাদব। ওয়ানডে-তে দুটি সেঞ্চুরি, ৬টি হাফ সেঞ্চুরির মালিক মহারাষ্ট্রের ব্যাটার-অলরাউন্ডার ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। অনেকটা বেশী বয়েসে সুযোগ পেয়ে কেদার নিজের প্রতিভা প্রমাণ করেছিলেন। ৬ বছরেরে তুলনায় ছোট্ট কেরিয়ারে কেদার নিজের নামের প্রতি সুবিচার করেছেন। অনেকেই বলেন, তাঁর আরও আগে জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত ছিল। আর সেটা পেলে তিনি অনেক নাম করতেন। সীমিত ওভারের ক্রিকেটে ভাল খেললেও কোনও দিন টেস্টে সুযোগ না পাওয়ার আক্ষেপটা তাঁর থেকে যাবে। কারণ টেকনিক ও তাঁর ব্যাটিং স্টাইল দেখলে টেস্ট ক্রিকেটের পক্ষে তিনি বেশী উপযোগী ছিলেন বলে অনেকের মত।
সীমিত ওভারের ক্রিকেটে মিডল অর্ডারে টিম ইন্ডিয়ার বড় ভরসা হয়ে উঠেছিলেন। বেশ কয়েকটি ম্যাচে অবিশ্বাস্য ইনিংস খেলে ম্য়াচও জিতিয়েছেন। ব্যাটের পাশাপাশি বল হাতে কিছু ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্স করে দলকে জেতান। তবে শেষের দিকে ফিটনেস তার কেরিারে বড় বাধা হয়ে দাঁড়ায়। শেষবার কেদার দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন ২০২০ সালে অকল্যান্ডে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। আরও পড়ুন-আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর জন্য আয়ারল্যান্ড ক্রিকেট দলের স্পনসর কর্ণাটকএর 'নন্দিনী'কে
দেখুন ভিডিয়ো
দেখুন কেদারের টুইট
আইপিএলেও তাঁর রেকর্ড বেশ উজ্জ্বল। এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের আইপিএলে অবিশ্বাস্য রেকর্ডের পিছনে ফিনিশার কেদারের বড় ভূমিকা আছে।