Jaydev Unadkat: হ্যাটট্রিক সহ আট উইকেট জয়দেব উনাদকটের, সৌরাষ্ট্রের পেসারের আগুনে ঝলসে গেল দিল্লি
রাজকোটে রঞ্জি ট্রফিতে আগুন ঝরালেন সৌরাষ্ট্রের তারকা পেসার জয়দেব উনাদকট। দীর্ঘ ১২ বছর পর টেস্ট খেলার পর, রাজ্য দলের হয়ে নেমে চমকে দিলেন উনাদকট।
রাজকোটে রঞ্জি ট্রফিতে আগুন ঝরালেন সৌরাষ্ট্রের তারকা পেসার জয়দেব উনাদকট (Jaydev Unadkat)। দীর্ঘ ১২ বছর পর টেস্ট খেলার পর, রাজ্য দলের হয়ে নেমে চমকে দিলেন উনাদকট। মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিনে প্রথম ইনিংসে উনাদকট ১২ ওভার বল করে ৩৯ রান দিয়ে নিলেন ৮ উইকেট। নিজের দ্বিতীয় ওভারেই পাঁচ উইকেট নিয়ে নেন উনাদকট। হ্যাঁ, ইনিংসে আটটা উইকেট। সঙ্গে আবার প্রথম ওভারে হ্যাটট্রিক। তাও আবার প্রতিপক্ষে শক্তিশালী দিল্লি। উনাদকটের আগুনে ঝলসে গেল যশ ধুলের দল। ১০ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ছিল দিল্লি।
সেখান থেকে ৯ নম্বরে নামা হৃতিক শোকিনের অপরাজিত ৬৮ রানের সৌজন্যে দিল্লি ১৩৩ রান করে। দিল্লির ৬জন ব্যাটার শূন্য রানে আউট হন। তিনজন দু অঙ্কের রান করেন। উনাদকট ছাড়া বাকি দুটি উইকেট পান চিরাগ জানি ও পারেখ মাঁকড়। আরও পড়ুন-ভারত-শ্রীলঙ্কা টি-২০ ম্যাচ কীভাবে কোথায় দেখবেন
দেখুন টুইট
মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিনের প্রথম ওভারেই হ্যাটট্রিক করলেন সৌরাষ্ট্রের তারকা পেসার উনাদকট। দিল্লির ওপেনার ধ্রুব শোরে, বৈভব রাওয়াল ও অধিনায়ক যশ ধুলকে পরপর তিন বলে আউট করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন উনাদকট। প্রথম ওভারে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট নেন তিনি। হ্যাটট্রিক করার পরের ওভারে আরও দুটি উইকেট নেন উনাদকট।