বিশ্বের সবচেয়ে দামী গাড়ির মালিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

চলতি মরসুমটা সেভাবে ভাল যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ( Cristiano Ronaldo)- র। রেকর্ড টাকায় রিয়াল মাদ্রিদ (Real Madrid) ছেড়ে জুভেন্তাস (Juventus)-এ গিয়ে সেভাবে কিছুই করতে পারেননি সিআরসেভেন (CR7)।

Cristiano Ronaldo। (Photo Credits: Instagram)

চলতি মরসুমটা সেভাবে ভাল যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ( Cristiano Ronaldo)- র। রেকর্ড টাকায় রিয়াল মাদ্রিদ (Real Madrid) ছেড়ে জুভেন্তাস (Juventus)-এ গিয়ে সেভাবে কিছুই করতে পারেননি সিআরসেভেন (CR7)। চ্যাম্পিয়ন্স লিগে আগেই বিদায় নিয়েছেন জুভেন্তাস। সিরিয়া এ-তে খেতাব জয়ের দোরগড়ায় থাকলেও রোনাল্ডোর কাছে জুভেন্তাসের সব প্রত্যাশা ছিল চ্যাম্পিয়ন্স লিগ নিয়েই। কিন্তু সেসব প্রত্যাশা এ মরসুমে পূরণ হল না। এদিকে আবার মেসি ফুল ফোটাচ্ছেন। এসবের মাঝেই রোনাল্ডো কিনে ফেললেন দুনিয়ার সবচেয়ে দামী গাড়ি- বুগাত্তির 'লা ভোইতুরে নইর (Bugatti La Voiture Noire)।

পর্তুগীজ এই মহাতারকা নিজের পিছনে খরচ করতে কার্পন্য করেন না। রোনাল্ডোর দর্শন হল, বিশ্বসেরা হতে হলে নিজের পিছনে বিনিয়োগ করতে হয়। তাই রোনাল্ডোর বাড়িতে এমন কিছু বিলাসবহুল জিনিস আছে যা কল্পনাও করা যায় না।

রোনাল্ডোর বাড়ির জিমে যা অবিশ্বাস্য জিনিস আছে তাতে তাঁর ফিটনেস ধরে রাখার কাজটা দারুণভাবে সম্ভব হয়। এবার রোনাল্ডোর বিলাসবহুল জিনিসের তালিকায় যোগ হল বিশ্বের সবচেয়ে দামী গাড়ি-বুগাত্তির 'লা ভোইতুরে নইর'  মডেল। এই গাড়ি কিনতে রোনাল্ডোর খরচ হয়েছে ১১ মিলিয়ন ইউরো অর্থাৎ ৯.৪৯ পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৮৫ কোটি টাকা। তবে এত আর যেমন তেমন গাড়ির নয়, যে শো রুম থেকে কিনলেন আর তারপরই রাস্তায়। এই ধরনের গাড়ি আগে থেকে অর্ডারের পর স্পেশালভাবে তৈরি করা হয়। ২০২১ সালে গাড়িটির সম্পূর্ণ মালিকানা পাওয়ার কথা সিআরসেভেন। এর মাঝে কতগুলো ফিফার বর্ষসেরার পুরস্কার পান সেটাই দেখার। এর আগে ২০১৬ সালে রোনাল্ডো প্রায় ৭০ কোটি টাকা দিয়ে একটি গাড়ি কিনেছিলেন।