IPL 2023 TV Channels: ১০টি ভাষায় ২২টি টিভি চ্যানেলে এবার সরাসরি সম্প্রচার আইপিএলের

রেকর্ড অর্থে আইপিএলের টিভি সম্প্রচার সত্ত্ব কিনেছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। ভায়াকম ১৮-র কাছে ডিজিটাল স্বত্ত্বে হারলেও টিভি সম্প্রচারের যুদ্ধে জিতেছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।

IPL Trophy. (Photo Credits: Twitter)

রেকর্ড অর্থে আইপিএলের টিভি সম্প্রচার সত্ত্ব কিনেছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। ভায়াকম ১৮-র কাছে ডিজিটাল স্বত্ত্বে হারলেও টিভি সম্প্রচারের যুদ্ধে জিতেছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। রেকর্ড ২৩ হাজার ৫৭৫ কোটি টাকায় পাঁচ বছরের জন্য আইপিএলের টিভি সম্প্রচার স্বত্ত্ব কেনে স্টার। আর এবার সবচেয়ে বড় টিভি সম্প্রচারের ব্যবস্থা করছে স্টার। তাদের মোট ১৭টি চ্য়ানেলে সরাসরি আইপিএলের ম্যাচগুলি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।

পাশাপাশি আরও পাঁচটা টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে আইপিএল। যে কারণে বেশ কয়েকটি নতুন কিছু এইচডি চ্যানেল লঞ্চ করছে স্টার স্পোর্টস। ইংরেজি, হিন্দি, বাংলা সহ মোট ১০টি ভাষায় আইপিএলের ধারাভাষ্য শোনা যাবে। প্রসঙ্গত, আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল ২০২৩। মোট ৭৪টি ম্যাচ হবে এবারের আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস।

এবার আইপিএলের সরাসরি সম্প্রচার একেবারে বিনামূল্যে জিও সিনেমা অ্যাপ করা হবে।



@endif