IPL 2022: কামিন্সের কালবৈশাখীতে কলকাতার কামাল, অজি অধিনায়কের ১৪ বলে হাফ সেঞ্চুরিতে মুম্বই বধ শাহরুখের দলের
মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ১৫ বলে অবিশ্বাস্য অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে কলকাতাকে জেতালেন প্যাট কামিন্স। আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি করে কামিন্স দলকে জেতালেন ৫ উইকেটে, ২৪ বল বাকি থাকতে।
পুণে, ৬ এপ্রিল: মুম্বই ইন্ডিয়ন্সের (Mumbai Indians) বিরুদ্ধে ১৫ বলে অবিশ্বাস্য অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে কলকাতাকে (Kolkata Knight Riders) জেতালেন প্যাট কামিন্স (Pat Cummins)। আইপিএলের (IPL) ইতিহাসে লোকেশ রাহুলের করা ১৪ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি-র রেকর্ড ছুঁয়ে কামিন্স দলকে জেতালেন ৫ উইকেটে, ২৪ বল বাকি থাকতে। পুণেতে রোহিত শর্মা Rohit Sharma)-র দলের বিরুদ্ধে মাত্র ১৫টা বল খেলেই ম্যাচ ঘুরিয়ে দিয়ে কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসে অন্যতম সেরা স্মরণীয় ইনিংসটা খেলে ফেললেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। ১৬১ রান তাড়া করতে নেমে।
কামিন্স যখন ক্রিজে নামেন তখন কলকাতার জিততে দরকার ছিল ৪১ বলে ৬১ রান, হাতে মাত্র পাঁচটা উইকেট। আজিঙ্কা রাহানে (৭), শ্রেয়স আয়ার (১০), স্যাম বিলিংস (১৭), নীতীশ রানা (৮) থেকে আন্দ্রে রাসেল (১১)-রা ফিরে গিয়েছেন। সেখান থেকেই প্রকৃত অর্থেই ১৫ বলে ৬টা ওভার বাউন্ডারি আর ৪টা বাউন্ডারি মেরে খেলা খতম করে দেন কামিন্স। আরও পড়ুন: হারের গায়ে বড় ধাক্কা রাজস্থান রয়্যালসে, চোট পেয়ে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার
দেখুন টুইট
ক মাসে আইপিএলের নিলামে ৭.২৫ কোটি টাকা দিয়ে কামিন্সকে কিনেছিল শাহরুখ খানের দল। বল হাতে ২ উইকেট তুলে নেওয়ার পর, কামিন্স শুধু ব্যাট হাতে যেন প্রথম ম্যাচে কেকেআর সমর্থকদের পয়সা উসুল করে দিলেন। ৪১ বলে ৫০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন ভেঙ্কটেশ আয়ার। যখন মনে হচ্ছিল, ভেঙ্কটেশ আয়ারের ওপরেই ম্যাচের ভাগ্য নির্ভর করছে, তখনই তাঁকে পুরো দর্শক বানিয়ে একাই ম্যাচ বের করে দিলেন কামিন্স।
৪টা ম্যাচ খেলে তিনটেতে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল শ্রেয়স আয়ারের দল। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনিদের মত রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ন্সও তিনটে খেলে তিনটেতেই হেরে চরম সঙ্কটে পড়ে গেল।