KKR vs GT: গুজরাটকে হারাতে কলকাতার চাই ১৫৭ রান, শেষ ওভারে চার উইকেট রাসেলের, দারুণ ব্যাটিং হার্দিকের
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জিততে হলে কলকাতা নাইট রাইডার্সকে করতে হবে ১৫৭ রান। ইনিংসের শেষ ওভারে কেকেআর পেসার আন্দ্র রাসেল নেন চার উইকেট।
নবি মুম্বই, ২৩ এপ্রিল: গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জিততে হলে কলকাতা নাইট রাইডার্সকে করতে হবে ১৫৭ রান। ইনিংসের শেষ ওভারে কেকেআর পেসার আন্দ্র রাসেল নেন চার উইকেট। রাসেলের ২০তম ওভারের প্রথম দু বলে আউট হন মানোহর, ফার্গুসন। তৃতীয় বলে সিঙ্গল নিয়ে প্রান্ত বদল করেন জোসেফ। শেষ ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মারেন রাহুল তেওয়াতিয়া। তারপর পঞ্চম বলে তেওয়াতিয়াকে আউট করেন রাসেল। ইনিংসের শেষ বলে যশ দয়ালকে নিজের বলে নিজে ক্যাচ লুফে আউট করে রাসেল তাঁর চতুর্থ উইকেটটি নেন। ম্যাচে রাসেলের বোলিং হিসেব দাঁড়ায় এমন-১ ওভার বল করে পাঁচ রান দিয়ে চার উইকেট।
গুজরাট টাইটান্স ইনিংসের সবচেয়ে বড় অবদান দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। চলতি আইপিএলে ব্যাটে বলে স্বপ্রতিভ হার্দিক, এদিন তিন নম্বরে ব্যাট করতে নেমে হার্দিক করেন ৪৯ বলে ৬৭ রান। হার্দিক যতক্ষণ ক্রিজে ছিলেন মনে হচ্ছিল, গুজরাট ১৮৫ প্লাস রানের ইনিংস গড়বে। কিন্তু কেকেআর পেসার টিম সাউদির বলে হার্দিক ফিরতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে গুজরাটের ইনিংস। শুবমন গিলের সঙ্গে আজ গুজরাটের হয়ে ওপেন করতে নামেন আইপিএল ফাইনালে সেঞ্চুরি করার নজির গড়া ঋদ্ধিমান সাহা। ফিরে আসার লড়াইয়ে ২৫ বলে ২৫ রান করে উমেশ যাদবের বলে আউট হন বাংলার পাপালি। ডেভিড মিলার করেন ২৭ বলে ২০ রান। কেকেআর-এর কিউই পেসার টিম সাউদি ভাল বল করলেন। প্যাট কামিন্সের জায়গায় খেলা সাউদি ৩১ রান দিয়ে নিলেন ৩ উইকেট। আরও পড়ুন: নো বল বিতর্কে দিল্লির কোচ প্রবীন আমরে এক ম্যাচ সাসপেন্ড, পন্থকে জরিমানা ১.১৫ কোটি
শিভম মাভি ও উমেশ যাদব ১টি করে উইকেট নেন। তবে কেকেআর স্পিনার আজ ফ্লপ করেন। নারিন ৩১ রান দিয়ে কোনও উইকেট পাননি। বরুণ চক্রবর্তী ৩ ওভারে ২৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। গুজরাট শেষ ১৭ বলে হারায় তাদের ৬টি উইকেট। অন্তত ২০টা রান কম করেছে গুজরাট। দেখা যায় কলকাতা সেই সুযোগটা কাজে লাগিয়ে টানা ৩টি হারের ধাক্কা কাটিয়ে জয়ের রাস্তায় ফিরতে পারে কি না।