IPL 2022: রাসেলের চেষ্টা জলে, গুজরাটের কাছে হার কলকাতার, টানা চার ম্যাচে হেরে নাইটরা এখন ঘুটঘুটে আঁধারে
টানা চার ম্যাচে হেরে আইপিএলে সঙ্কটে কলকাতা নাইট রাইডার্স। গুজরাট টাইটান্সের ৮ রানে হারল শাহরুখ খানের দল নাইট রাইডার্স। ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করেও ট্র্যাজিক হিরো হয়েই থেকে যেতে হল নাইটদের ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে।
নবি মুম্বই, ২৩ এপ্রিল: টানা চার ম্যাচে হেরে আইপিএলে (IPL 2022) সঙ্কটে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শনিবার নবি মুম্বইয়ে গুজরাট টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে ৮ রানে হারল শাহরুখ খানের দল নাইট রাইডার্স। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেও ট্র্যাজিক হিরো হয়েই থেকে যেতে হল নাইটদের ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। ১ ওভার বল করে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ২৫ বলে ৪৮ রান করার পরেও রাসেলকে ম্যাচ হেরে ফিরতে হল। শেষ ওভারের দ্বিতীয় বলে রাসেল ফিরতেই কেকেআর-এর হার পরিষ্কার হয়ে যায়।
৪৯ বলে ৬৭ রানের ইনিংস খেলে কলকাতাকে হারালেন হার্দিক পান্ডিয়া। পাশাপাশি নরেন্দ্র মোদীর রাজ্যের ফ্র্যাঞ্চাইজিকে হারাতে বড় ভূমিকা নিলেন বাংলার পেসার মহম্মদ সামি। ৪ ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে সামি তুলি নিলেন কলকাতার গুরুত্বপূর্ণ দুটি উইকেট। কলকাতাকে হারিয়ে আবার লিগ তালিকায় শীর্ষস্থানে উঠে এল হার্দিক পান্ডিয়ার দল। সাতটা ম্যাচ খেলে গুজরাট টাইটান্স ৬টা জিতেছে, হার মাত্র একটিতে। আরও পড়ুন: নো বল বিতর্কে দিল্লির কোচ প্রবীন আমরে এক ম্যাচ সাসপেন্ড, পন্থকে জরিমানা ১.১৫ কোটি
খারাপ ব্যাটিং ও দল নির্বাচন করে কাঠগড়ায় কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ার। সেভাবে বড় রান না তাড়া করতে নেমেও হার্দিকদের কাছে কলকাতাকে হারতে হল টপ অর্ডারের ব্যর্থতায়। অ্যারন ফিঞ্চকে বসিয়ে রেখে স্যাম বিলিংসে ওপেন করিয়েও লাভ হল না। সুনীল নারিন (৫) ওপেন করতে নেমে ব্যর্থ হলেন। কেকেআর-এর দুই ওপেনারকেই আউট করেন সামি। তিনে নেমে শ্রেয়স (১২)-ও কিছুই করতে পারলেন না। অথচ আজই অধিনায়কোচিত ইনিংস খেলার মঞ্চ তৈরি ছিল তাঁর। নীতীশ রানা (২) আজও ফর্ম খুঁজে পেলেন না। ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে রান তাড়া করতে নেমে একেবারেই চাপে পড়ে গিয়েছিল কলকাতা। এরপর রিঙ্কু সিং (৩৫), ভেঙ্কটেশ আয়ার (১৭) কিছুটা চেষ্টা করলেও লাভ হয়নি। শেষ ওভারে জিততে হলে কলকাতার দরকার ছিল ১৭ রান। শেষ ওভারের প্রথম বলে জোসেফের ডেলিভারিতে ছক্কা হাঁকিয়ে আশা জাগিয়েছিলেন রাসেল। কিন্তু তারপরের বলেই আউট হয়ে যান রাসেল। সাউদি, উমেশ ম্যাচের শেষ চারটে বলে তেমন কিছুই করতে পারেননি।
রাজস্থান, হায়দ্রাবাদ, দিল্লির পর এবার কলকাতাকে হারিয়ে দিল গুজরাট। টানা চারটে ম্যাচে হেরে তলিয়ে গেল কলকাতা। ৮ ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়ে কলকাতার কাছে এখন প্লে অফে ওঠার রাস্তা কঠিন হয়ে গেল।