IPL 2022: ক্যাপ্টেন ধোনি ফিরতেই চেন্নাই আবার চেন্নাইয়ে, ঋতু রাজে সূর্যাস্ত হায়দরাবাদের
চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনি ফিরতেই দলটা যেন রাতারাতি পাল্টে গেল। রবীন্দ্র জাদেজার নেতৃত্বে চলতি আইপিএলের প্রথম আটটা ম্যাচে হলুদ জার্সিটা ছাড়া চেনা যাচ্ছিল না দলটা চেন্নাই।
পুণে, ১ মে: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ফিরতেই দলটা যেন রাতারাতি পাল্টে গেল। রবীন্দ্র জাদেজার নেতৃত্বে চলতি আইপিএলের প্রথম আটটা ম্যাচে হলুদ জার্সিটা ছাড়া চেনা যাচ্ছিল না দলটা চেন্নাই। জাদেজাকে সরিয়ে ধোনি নেতৃত্বে ফেরার প্রথম ম্যাচে দারুণ জয় পেল চেন্নাই। রবিবার পুণেয় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাই জিতল ১৩ রানে। ব্যাটে, বলে, চনমনে ফিল্ডিংয়ে চেন্নাইয়ে দেখা মিলল পুরনো স্পিরিটে।
প্রথমে ব্যাট করে দলের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়েড (৫৭ বলে ৯৯) ও ডেভন কনওয়ে (৬৫ বলে ৮৫ অপরাজিত)-র দুরন্ত পার্টনারশিপে ভর করে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে করে ২ উইকেটে ২০২ রান। ওপেনিং পার্টনারশিপে ধতুরাজ-কনওয়ে ১০৭ বলে ১৮২ রান। ৯৯ রানে ঋতুরাজ গায়কোয়েড় আউট হওয়ার পর ধোনি তিনে নেমে ৭ বলে করেন ৮ রান। সানরাইজার্সের পেসার টি নটরাজন দুটি উইকেট নেন।
দেখুন টুইট
জবাবে ব্যাট করতে নেমে কখনই সেভাবে জয়ের লক্ষ্যে ছিল না হায়দরাবাদ। শুরুতে দারুণ বল করছিলেন চেন্নাইয়ের পেসার মুকেশ চৌধুরী (৪৬ রানে ৪ উইকেট। কেন উইলিয়ামসন (৩৭ বলে ৪৭ রান) ফিরতেই হার নিশ্চিত হয়ে গিয়েছিল সানরাইজার্সের। তবে শেষের দিকে ৩৩ বলে অপরাজিত ৬৪ রানের দারুণ ইনিংস খেলে হায়দরাবাদকে জয়ের কাছাকাছি নিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা করেছিলেন নিকোলাস পুরান। আরও পড়ুন: পন্থদের উড়িয়ে প্লে অফের আরও কাছে রাহুলরা
শেষ অবধি চেন্নাই চলতি আইপিএলে তাদের তৃতীয় জয় পেল। পয়েন্ট তালিকায় কেকেআর ( ৬ পয়েন্ট)-কে ধরে ফেলল চেন্নাই, যদিও নেট রানরেটে শ্রেয়সরা এগিয়ে থাকার সুবাদে ৮ নম্বর স্থানটা ধরে থাকলেন। অন্যদিকে, এদিন হায়দরাবাদ (৯ ম্যাচে ১০) হারায় চতুর্থ দল হিসেবে প্লে অফে ওঠার লড়াই জমে গেল।