IPL Auction 2025 Live

Inzamam Ul Haq Resigns: ইডেনে নামার আগে ইনজামামের উইকেট হারাল পাকিস্তান, ব্যর্থতার দায় নিয়ে সরলেন ইনজি

চলতি বিশ্বকাপে পাকিস্তানের জঘন্য পারফরম্যান্সের দায় নিয়ে পদত্যাগ করলেন নির্বাচক প্রধান ইনজামাম উল হক।

Pakistan Team (Photo Credit: Pakistan Cricket/ X)

কাল, মঙ্গলবার ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে অভিভাবকহীন হয়ে পড়ল পাকিস্তান ক্রিকেট দল। চলতি বিশ্বকাপে পাকিস্তানের জঘন্য পারফরম্যান্সের দায় নিয়ে পদত্যাগ করলেন নির্বাচক প্রধান ইনজামাম উল হক (Inzamam ul Haq )। টানা চারটে ম্যাচে হেরে পাকিস্তান কার্যত বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। ভারতে আয়োজিত বিশ্বকাপে বাবর আজমদের ব্যর্থতার কারণ খুঁজতে তদন্ত কমিটি গড়ছে পিসিবি। আর তাই নৈতিক কারণে তিনি পদ ছাড়লেন বলে পাক সংবাদমাধ্যমে জানালেন ইনজি। বিশ্বকাপের আগে ঢাক ঢোল পিটিয়ে দেশের অন্যতম সফল অধিনায়ক ইনজামাম উল হককে নির্বাচক প্রধানের পদে বসানো হয়েছিল। কিন্তু মিডল অর্ডার ব্যাটার, স্পিনার, নাসিম শাহ-র পরিবর্ত ক্রিকেটার নির্বাচনে ইনজি দলকে ডুবিয়েছেন বলে পাক সংবাদমাধ্যমে অভিযোগ।

চলতি বিশ্বকাপে পাকিস্তান হেরেছে ভারত, আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই চারটে হারের মধ্যে পাকিস্তানের কাছে সবচেয়ে লজ্জার হল আফগানিস্তানের কাছে ৮ উইকেটে বিপর্যস্ত হওয়া। আমেদাবাদে ভারতের বিরুদ্ধে মাত্র ১৯১ রানে অল আউট লজ্জার হার দিয়ে চলতি বিশ্বকাপে পতনের শুরু হয়েছিল পাকিস্তানের। তার আগে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারিয়ে ভাল শুরু করেছিলেন বাবর আজমরা। কিন্তু এরপর টানা চারটে ম্যাচে হেরে বিদায়ের মুখে বাবর আজমরা।

দেখুন কেন পদত্যাগ করলেন ইনজিমাম

পাকিস্তানের আর তিনটি ম্যাচ বাকি-বাংলাদেশ (৩১ অক্টোবর, কলকাতা), নিউ জিল্যান্ড (৪ নভেম্বর, বেঙ্গালুরু) ও ইংল্যান্ড (১১ নভেম্বর, কলকাতা) । এই তিনটি ম্যাচে জিতলেও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কার্যত নেই বাবর আজমদের। জোর জল্পনা, বিশ্বকাপ থেকে বিদায় নিলে অধিনায়ক বাবর আজমকে সরানো হবে। চাকরি যাবে কোচ মিকি আর্থারেরও।