Summer Olympics 2036: গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজনের প্রথম বড় পদক্ষেপ ভারতের, আমেদাবাদ অলিম্পিকের পথে কাঁটা কোন দেশগুলি

'গ্রেটেস্ট শো অন আর্থ'-এর আসর এবার ভারতে বসার সরকারী উদ্যোগ শুরু হল। ভারতীয় অলিম্পিক সংস্থা সরকারীভাবে আইওসি-কে চিঠি দিয়ে জানাল, তারা ২০৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক্স আয়োজন করতে চায়।

IOA Makes Formal Bid To Host Olympics 2036. (Photo Credits: X)

'গ্রেটেস্ট শো অন আর্থ'-এর আসর এবার ভারতে বসার সরকারী উদ্যোগ শুরু হল। ভারতীয় অলিম্পিক সংস্থা (The Indian Olympic Association) সরকারীভাবে আইওসি-কে চিঠি দিয়ে জানাল, তারা ২০৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক্স আয়োজন করতে চায়। সরকারীভাবে আয়োজক হিসেবে দরপত্র জমা দেওয়ার আগে এমন সরকারী চিঠি যাকে পরিভাষায় বলে 'লেটার অফ ইনটেন্ট' (letter of Intent)-এর প্রয়োজন হয়। দু চোখে অলিম্পিক আয়োজনের স্বপ্ন নিয়ে সেই কাজটা করল দুনিয়ার সবচেয়ে বেশী জনসংখ্যার দেশ। চলতি বছর ১৫ অগাস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, ২০৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজনের চেষ্টা করবে ভারত।

ভারত ছাড়াও সৌদি আরব, ইন্দোনেশিয়া, কাতার, তুরস্কের মত এশিয়ার দেশের পাশাপাশি গ্রেট ব্রিটেন, জার্মানি-র মত ইউরোপের দেশেরাও ২০৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করার ব্যাপারে আগ্রহী।

অলিম্পিক আয়োজনে আবেদনের চিঠি লিখল ভারত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন ভারতে আয়োজন হবে অলিম্পিকের। ২০৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিক গুজরাট রাজ্যের আমেদাবাদ শহরে করতে চায় ভারত। অলিম্পিকের আসর বসে থাকে নির্দিষ্ট শহরে। তবে সেই গেমসের কিছু কিছু ইভেন্ট সেই শহরের বাইরে দেশের অন্য কোথাও হতে পারে। যেমন, ২০২৪ সালে প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক হলেও, গেমসের কিছু ইভেন্ট প্য়ারিসের বাইরে হয়েছিল। ২০২৮ ও ২০৩২ গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসবে যথাক্রমে আমেরিকার লস অ্যাঞ্জেলস ও অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। ভারতে এর আগে ২০১০ সালে কমনওয়েলথ গেমসের আসর বসেছিল।

বিপুল খরচের জন্য অনেক দেশই এখন অলিম্পিক আয়োজনের বিষয়ে আগ্রহ হারিয়েছে। যে সব দেশে ক্রীড়া পরিকাঠামো এমনিতেই খুব মজবুত সেখানে তুলনায় কম খরচে, সহজে অলিম্পিক আয়োজন করা যায়। কিন্তু ভারতের মত ক্রীড়া পরিকাঠামোয় অত্যন্ত দুর্বল দেশ অলিম্পিকের মত বিলিয়ন ডলার খরচের ইভেন্ট আয়োজন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। চলতি বছর প্যারিসে অলিম্পিক আয়োজনে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছিল।

সব দেশের আবেদনপত্র খতিয়ে দেখে ২০২৭ সালে আইওসি জানিয়ে দেবে ২০২৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক কারা হবে। ইতিমধ্যেই মাদ্রিদ, মেক্সিকোর মত দেশে ২০২৩ অলিম্পিক আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছে।