IndW vs AusW ODI: টানা তিন ম্যাচে হেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়াইটওয়াশ ভারতের মেয়েরা

টেস্টের মহা সাফল্য ওয়ানডেতে এসে কাজে দিল না। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০-৩ ওয়ানডে সিরিজে হারলো ভারতীয় মহিলা ক্রিকেট দল

IND W beat BAN W Reached Final of Asian Games Cricket (Photo Credit: Johns./ X)

মুম্বই, ২ জানুয়ারি: টেস্টে ঐতিহাসিক জয়ের পর, দেশের মাটিতে ওয়ান ডে সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হল ভারতীয় মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার ওয়ানখেড়ে স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারতকে ১৯০ রানে হারিয়ে ৩-০ সিরিজ জিতল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। মহিলাদের ওয়ানডেতে অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে ভারতের খারাপ রেকর্ডটা আরো খারাপ হলো।

এদিন প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৩৩৮ রান করে। অজি ওপেনার ফোয়েবে লিজফিল্ড ১১৯ রানের দুরন্ত ইনিংস খেলেন। অপর ওপেনার তথা অধিনায়িকা এলসে হিলি করেন ৮২ রান। ওপেনিং দুটিতে ১৫৩ বলে ১৫৯ রান করেন লিচফিল্ড ও হেলি। রেনুকা সিং, পূজা ভাস্তেকাররা একেবারেই ভালো বল করতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে ভারতের মেয়েরা মাত্র ১৪৮ রানে অলআউট হয়ে যায়। হরমনপ্রীতরা মাত্র ৩২.৪ ওভারে গুটিয়ে যান। বোলিং এর মতোই একেবারে ফ্লপ করে ভারতের মেয়েদের ব্যাটিংও। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন স্মৃতি মান্ধনা (২৯)।

ওয়ানডি সিরিজের প্রথম দুটি মাঝে অস্ট্রেলিয়া জিতেছিল যথাক্রমে ছয় উইকেটে ও তিন রানে। এবার শুক্রবার থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। একমাত্র টেস্টে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারতীয় মহিলা দল। তবে ওয়ানডেতে মুখথুবড়ে পরল হরমনপ্রীত কৌর-এর দল।