শিখর ধাওয়ান(Photo Credits: Getty)

কলম্বো, ২৮ জুলাই: ক্রুনাল পান্ডিয়া করোনা আক্রান্ত হওয়ার পর ভারতীয় দল শেষ অবধি আজ, বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১ জনকে নামাতে পারল। গতকাল ক্রুনালের করোনা ধরা পড়ার পর ভারত-শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ পিছিয়ে যায়। আজ, বুধবার টি টোয়েন্টির সিরিজের সেই দ্বিতীয় ম্যাচ আয়োজিত হচ্ছে। কাল, বৃহস্পতিবার ওই সিরিজ ও ভারতের লঙ্কা সফরের শেষ ম্যাচ। এদিন দ্বিতীয় টি২০ ম্যাচ শুরুর আগে মনে হচ্ছিল টিম ইন্ডিয়া আজ ১১জনকে নামাতে পারবে না, অনেকে জল্পনা করেছিলেন শেষ পর্যন্ত হয়তো কোচ রাহুল দ্রাবিড়কে নামাতে হতে পারে।

কারণ করোনা পজেটিভ ক্রুনালের সংস্পর্শে আসায় ভারতীয় দলের অধিকাংশ ক্রিকেটারকে আইসোলেশনে যেতে হবে। করোনা রিপোর্ট নেগেটিভ এলেও ক্রুনালের অনেকটা বেশি সংস্পর্শে আসায় হার্দিক পান্ডিয়া, ঈষাণ কিষাণ, সূর্যকুমার যাদব, পৃথ্বী শ-কে আইসলোশনে পাঠানো হয়।

এমনও শোনা যাচ্ছিল অধিনায়ক শিখর ধাওয়ানকেও নিভৃতবাসে থাকতে হবে, সেক্ষেত্রে ভূবনেশ্বর কুমারকে নেতৃত্ব দিতে হতে পারে। তবে শেষ অবধি ধাওয়ান খেলছেন। এই ম্যাচে দেশের হয়ে ওয়ানডে-তে অভিষেক হল দেশের চার ক্রিকেটারের। তাঁরা হলেন- কেকেআর-এর দিল্লির ব্যাটসম্যান নীতীশ রানা, চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়েড়, আরসিবি-র ব্যাটসম্যান দেবদত্ত পাদিকাল ও রাজাস্থান রয়্যালসের বাঁ হাতি পেসার চেতন সাকারিয়া। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে শ্রীলঙ্কা।


আপনি এটাও পছন্দ করতে পারেন

IND vs ENG 5th Test Toss & Playing XI: টসে জিতে ব্যাটিং করবে ইংল্যান্ড, শততম টেস্ট অশ্বিন-বেয়ারস্টোর

IND vs ENG 4th Test Toss Update: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের, আকাশ দীপের অভিষেক; জানুন দু'দলের একাদশ

IND vs AUS Under-19 World Cup 2024 Final: ফের ফাইনাল, ফের অস্ট্রেলিয়া, ফের বিশ্বকাপের ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ ভারতের

IND vs ENG 2nd Test Toss & Playing XI: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের; জানুন দু'দলের একাদশ

IND vs SL, Toss Update & Playing XI: টসে হেরে ব্যাট করবে ভারত; জানুন দু'দলের একাদশ

Rohit Sharma on Uncle Percy, IND vs SL: 'আসল ক্রিকেট ভক্ত আঙ্কেল পার্সি ', সাক্ষাতের স্মৃতিচারণ রোহিত শর্মার

IND vs SL, ICC ODI World Cup Live Streaming: আজও কি অজেয় থাকবে ভারত নাকি ফিরবে পুরনো শ্রীলঙ্কা; সরাসরি দেখবেন যেখানে

IND vs SL: আজ মুম্বইতে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, ম্যাচের আগে বিশৃঙ্খলা এড়াতে দর্শকদের মুম্বই পুলিশের বার্তা (দেখুন ভিডিও)