India vs Pakistan Asia Cup: ভারত-পাকিস্তান ম্যাচে মাঠ ছাড়তে গিয়ে কেঁদে ভাসালেন পাক ক্রিকেটার নাসিম শা, দেখুন ভিডিয়ো

Naseem Shah (Photo Credit: Twitter)

২৮ অগাস্ট ভারত (India), পাকিস্তান (Pakistan) ম্যাচ জুড়ে ছিল টানটান উত্তেজনা। এশিয়া কাপে যখন ভারত, পাকিস্তান ম্যাচ চলছে, সেই সময় চোট পান নাসিম শা। নাসিম যখন মাঠ ছাড়েন, সেই সময় বার বার চোখের জল মুছতে দেখা যায় তাঁকে। মাঠ ছাড়ার সময় তাঁর সতীর্থ বার বার তাঁকে বোঝানোর চেষ্টা করলেও, চোখের জল যেন বাধ মানতে চায়নি পাকিস্তানি ক্রিকেটার নাসিম শা-এর। ভারত, পাকিস্তান ম্যাচের পর নাসিম শা-এর সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।