India vs England 5th Test: বেয়ারস্টো ধামাকার পর পূজারার হাফ সেঞ্চুরি, টিম ইন্ডিয়ার ২৫৭ রানের লিড, হাতে ৭ উইকেট
এজবাস্টন টেস্টের তৃতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৩২ রানের বড় লিড নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার লিড ২৫৭ রানের, হাতে এখনও ৭ উইকেট।
বার্মিংহ্যাম, ৪ জুলাই: এজবাস্টন টেস্টের তৃতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৩২ রানের বড় লিড নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার লিড ২৫৭ রানের, হাতে এখনও ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে দুরন্ত হাফ সেঞ্চুরি করে ব্যাট করছেন চেতেশ্বর পূজারা। তাঁর সঙ্গে ঋষভ পন্থ (৩০ অপরাজিত)। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১২৫ রান।
জেমস অ্যান্ডারসনের করা দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারের তৃতীয় বলে আউট হন শুভমন গিল (৪), তিনে নেমে ফের ব্যর্থ হনুমা বিহারী (১১)। বিরাট কোহলিও রান পেলেন না। বেন স্টোকসের বলে আউট হন কোহলি (২০)। ৭৫ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে পূজারা-পন্থ ৫০ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ করেছেন। আরও পড়ুন-মহিলা হকি বিশ্বকাপের প্রথম ম্য়াচে ড্র ভারতের
দেখুন টুইট
এর আগে জনি বেয়ারস্টো-র অনবদ্য ১০৬ (১৪০ বলে) রানের ইনিংসের সৌজন্যে ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ২৮৪ রান।
যাকে নিয়ে শঙ্কা ছিল তিনিই করে দেখালেন। এজবাস্টন টেস্টে ইংল্যান্ড ব্যাটারদের চরম ভরাডুবির মাঝে একা কুম্ভ রক্ষা করছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জনি বেয়ারস্টো (Jonny Bairstaw)। মাত্র ১১৯ বলে সেঞ্চুরি করে দলের ভরাডুবি লড়লেন বেয়ারস্টো। পাঁচ নম্বরে নেমে বেয়ারস্টো একটা সময় ৬৩ বলে ১৩ রানে খেলছিলেন, সেখান থেকে নিজের ইনিংসের গতি বাড়িয়ে ১১৯ বলে সেঞ্চুরি করলেন তিনি। 2016 সালের পর ভারতের বিরুদ্ধে টেস্টে এত কম বলে কেউ সেঞ্চুরি করতে পারেননি। আসলে জনি বেয়ারস্টো চলতি বছর টেস্টে ঠিকই এমন অবিশ্বাস্য ইনিংসই খেলছেন। জনি যখন ক্রিজে নামেন ইংল্য়ান্ডের স্কোর তখন ৭৮ রানে ৪ উইকেট।
বিপক্ষের ৪১৪ রানের পাহাড়ের চাপ, দলের টপ অর্ডার ধসে পড়েছে, আবহাওয়া-পিচও ভাল নয়। এরপর অধিনায়ক বেন স্টোকস (২৫)ও আউট হয়ে যান। ৮৩ রানে ৫ উইকেট থেকে একা লড়ে দলকে প্রথমে ফলো অন থেকে রক্ষা করেন, এরপর দলের রানকে ভারতের যতটা কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বুমরা, সামি, সিরাজ-দের আগুন সামলে পাল্টা দিলেন জনি। টানা তিনটি টেস্টে, দুটি আলাদা দলের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন জনি। নটিংহ্যামে কিউইদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রান করে দলকে জিতিয়েছিলেন, এরপর লিডসে করেছিলেন ১৬২ রান। তারপর আজ, এজবাস্টনে করলেন সেঞ্চুরি।