India vs Australia, Commonwealth Games 2022: বিশ্বচ্যাম্পিয়ন অজিদের বিরুদ্ধে জয়ের মুখে থেকে হার হরমনপ্রীত-দের

কমনওয়েলথ গেমসের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতীয় মহিলা দলের। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিশ্চিত জেতার মত জায়গা থেকেও হেরে গেল ভারতীয় মহিলা দল।

Harmanpreet Kaur(Image: ICC)

বার্মিংহ্যাম, ২৯ জুলাই: কমনওয়েলথ গেমসের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে দারুণ লড়ে হারতে হল ভারতীয় মহিলা দলকে। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিশ্চিত জেতার মত জায়গা থেকেও ৩ উইকেটে হেরে গেল হরমনপ্রীত কৌর-এর দল। জয়ের জন্য ১৫৫ রান তাড়া করতে নেমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৪৯ রানে পাঁচ উইকেট হারিয়ে হারের মুখে দাঁড়িয়ে ছিল। রেনুতা সিং ঠাকুরের আগুনে স্পেলে অস্ট্রেলিয়ার টপ অর্ডার পুরো তাসের ঘরের মত ভেঙে পড়েছিল। ক মাস আগেই টি টোয়োন্টি বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন অজিদের দেখে মনে হচ্ছিল আজ ভারতীয় মহিলাদের আগুনে জেদের কাছে তারা অবশেষে হেরে যাবেন। কিন্তু মহিলা ক্রিকেটে এখন অজিরা শেষ কথা, তাও আজ আরও একবার প্রমাণ হল।

সেখান থেকে অ্যাসলেঘ গার্ডনের ৩৫ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে আনলেন। গার্ডনেরকে দারুণ সঙ্গ দেন গ্রেস হ্যারিস ৯৩৭)। ষষ্ঠ উইকেটে গার্ডনের-হ্যারিস ৫১ রানের পার্টনারশিপ করেন। হ্যারিস ফিরে যাওয়ার পর ৯ নম্বরে ব্যাট করতে নামা আলিনা কিংকে (১৮ অপরাজিত) নিয়ে এক ওভার বাকি থাকতে অবিশ্বাস্যভাবে অজিদের ম্যাচ জিতিয়ে আনেন গার্ডনের। ভারতীয় মহিলা দলের হয়ে অবিশ্বাস্য স্পেল করেন রেনুকা সিং ঠাকুর। ১৮ রান দিয়ে রেনুকা অস্ট্রেলিয়া টপ অর্ডারের ৪টি উইকেট তুলে নেন। দীপ্তি শর্মা ২৪ রানে নেন ২ উইকেট। আরও পড়ুন-শিবার সৌজন্যে ভারত ৫, পাকিস্তান ০

দেখুন টুইট

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারতীয় মহিলা দল করেছিল ৮ উইকেটে ১৫৪ রান। অধিনায়িকা হরমনপ্রীত কৌর ৩৪ বলে ৫২ রানের অনবদ্য ইনিংস খেলেন। ওপেনার শেফালি ভর্মা ৩৩ বলে করেন ৪৮ রান।

প্রথম ম্যাচে হারলেও সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে ভারতীয় মহিলা দলের কাছে। সেক্ষেত্রে ভারতীয় দলকে হারাতে হবে গ্রুপের বাকি দুটি দল- পাকিস্তান ও বার্বাডোজকে। রবিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে হরমনপ্রীত-রা খেলবেন পাকিস্তানের বিরুদ্ধে। তারপর গ্রুপের শেষ ম্যাচে বুধবার, ভারত খেলবে বারমুডা-র বিরুদ্ধে।

আট দেশকে দুটি গ্রুপে ভাগ করে হচ্ছে খেলা। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। গ্রুপ এ-তে আছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বার্বাডোজ। গ্রুপ বি-তে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা।