Indian Women Hockey Team: শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে রুখে দিল ভারতীয় মহিলা হকি দল
অস্ট্রেলিয়া সফরে সিরিজ হারলেও শেষ ম্যাচে মহিলাদের হকি সিরিজে দারুণ খেলল ভারতীয় দল। রবিবার শক্তিশালী অস্ট্রেলিয়া মহিলা দলকে রুখে দিল ভারতীয় মহিলা হকি দল।
অস্ট্রেলিয়া সফরে সিরিজ হারলেও শেষ ম্যাচে মহিলাদের হকি সিরিজে দারুণ খেলল ভারতীয় দল। রবিবার শক্তিশালী অস্ট্রেলিয়া মহিলা দলকে রুখে দিল ভারতীয় মহিলা হকি দল। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়া মহিলা হকি দলের মধ্যে ম্যাচ ১-১ গোলে শেষ হল। খেলার চতুর্থ কোয়ার্টারে দীপ গ্রেস এক্কা ভারতকে সমতায় ফেরান। দারুণ খেলে এদিন ম্য়াচের সেরা হন ভারতের লালরেসিয়ামি।
মহিলাদের হকি ব়্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া তিন নম্বরে, একেবারে প্রথম সারির শক্তিশালী দেশ। মহিলাদের হকিতে অলিম্পিকে তিনবার সোনা, বিশ্বকাপে ২ বার চ্যাম্পিয়ন, কমনওয়েলথ গেমসে ৬ বার সোনা জের নজির আছে অস্ট্রেলিয়া। সেখানে মহিলাদের হকিতে ভারত আট নম্বর স্থানে আছে। ২০২০ টোকিও অলিম্পিকে মহিলাদের হকিতে প্রথমবার সেমিফাইনালে উঠলে ভারত পদক জিততে পারেনি।
দেখুন ম্যাচের ফল
দেখুন সিরিজের ফল
সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারতীয় মহিলা হকি দলকে যথাক্রমে ৪-২ ও ৩-২ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ফলে অজি প্রমিলা বাহিনী সিরিজ জিতল ২-০।