Cape Town Test: হনুমার বদলে বিরাট- সিরাজের জায়গায় উমেশ, কেপটাউনে প্রথমে ব্যাট করছে ভারত
কেপটাউনে সিরিজের নির্ণায়ক টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করছে ভারত। চোট সারিয়ে দলে ফিরলেন বিরাট কোহলি। চলতি টেস্ট সিরিজের তিনটি ম্যাচেই টসে জিতে প্রথমে ব্যাট করছে ভারত।
কেপটাউন, ১১ জানুয়ারি: কেপটাউনে (Cape Town) সিরিজের নির্ণায়ক টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করছে ভারত। চোট সারিয়ে দলে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli)। চলতি টেস্ট সিরিজের তিনটি ম্যাচেই টসে জিতে প্রথমে ব্যাট করছে ভারত। আজ আবার কোচ রাহুল দ্রাবিড় জন্মদিন। বিরাট কোহলি খেলতে নামলেন তাঁর ৯৯তম টেস্ট ম্যাচ। কোহলি খেলছেন হনুমা বিহারীর জায়গায়। আর চোট পেয়ে ছিটকে যাওয়া পেসার মহম্মদ সিরাজের পরিবর্তে খেলছেন উমেশ যাদব। তবে জোহানেসবার্গে জঘন্য খেলেও প্রথম একাদশে জায়গা ধরে রাখলেন ঋষভ পন্থ।
ইশান্ত শর্মার থেকে ফর্মের বিচারে এগিয়ে থেকেই উমেশ প্রথম একাদশে জায়গা পেলেন। অভিষেক টেস্ট শতরান করেও দক্ষিণ আফ্রিকায় টেস্টে খেলা হল না শ্রেয়স আইয়ারের। দলে জায়গা ধরে রাখলেন পূজারা, রাহানে। ভারতীয় দলে দুটি পরিবর্তন হলেও দক্ষিণ আফ্রিকা উইনিং কম্বিনেশন ভাঙল না। জোহানেসবার্গে যে দল নিয়ে নেমে ভারতকে হারিয়েছিলেন এলগাররা, সেই একই দল কেপটাউনে নামল দক্ষিণ আফ্রিকা। আরও পড়ুন: ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিস
বক্সিং ডে-তে শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরিয়ান টেস্টে জয় পায় ভারত। এরপর জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে হারিয়ে সিরিজে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। এবার কেপটাউনে যারা জিতবে টেস্ট সিরিজ তারাই জিতবে।
ভারতের প্রথম একাদশ: লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মহম্মদ শামি, জশপ্রীত বুমরা