Asian Champions Trophy Hockey 2024: জাপানকে পাঁচ গোলে হারিয়ে ভারতীয় হকি দলের সুদিন অব্যাহত

সোমবার চিনের হুলুনবিরে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে জাপানকে ৫-১ গোলে হারাল ভারত।

Indian hockey team. File Photo. Image Credits: @PIB_India/twitter

Men's Asian Champions Trophy Hockey 2024: টোকিও-র পর প্যারিস অলিম্পিকেও ব্রোঞ্জ পদক জেতে ভারতীয় হকি দল (Indian Men's Hockey Team)। আর প্যারিসে পদক জয়ের পর প্রথম টুর্নামেন্টে নেমে দুরন্ত ছন্দে ভারতীয় হকি দল। সোমবার চিনের হুলুনবিরে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে জাপানকে ৫-১ গোলে হারাল ভারত। এদিন দুটি গোল করেন সুখজিত (২ মিনিট ও ৬০ মিনিট)। বাকি গোলগুলি করেন অভিষেক (৩ মিনিট), সঞ্জয় (১৭ মিনিট), ও উত্তম সিং (৫৪ মিনিট)। ভারত তিন গোলে এগিয়ে থাকার সময় ম্যাচের ৪১ মিনিটে জাপানের হয়ে ব্যবধান কমান মাতসুমোতো কাজুমাসা।

গতকাল, রবিবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়োজক দেশ চিনকে ৩-০ হারায় গতবারের চ্যাম্পিয়ন ভারত। ভারতের পরবর্তী ম্যাচ বুধবার মালয়েশিয়ার বিরুদ্ধে। আগামী রবিবার লিগের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারত শুক্রবার মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। আরও পড়ুন-বাংলাদেশের বিরুদ্ধে কেমন হল ভারতের টেস্ট স্কোয়াড

টুর্নামেন্টে মোট ৬টি দেশ খেলছে। রাউন্ড রবীন ভিত্তিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে। এরপর পয়েন্ট তালিকায় থাকা প্রথম চারটি দেশ সেমিফাইনালে উঠবে। দু ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে ভারত এখন পয়েন্ট তালিকায় শীর্ষে আছে। ২০১১ সাল থেকে পুরুষদের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে। গতবার চেন্নাইয়ে সহ ভারত সবচেয়ে বেশী মোট ৪ বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে।