ICC Rankings: তিন ফর্ম্যাটেই প্রথম তিনে ভারত, ওয়ানডে-তে পাকিস্তানকে টপকে টপ থ্রি-তে টিম ইন্ডিয়া

এজবাস্টন টেস্টে হারের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে চারে উঠে এসেছিল পাকিস্তান।

Indian team players in a huddle (Photo credit: Twitter)

দুবাই, ১৩ জুলাই: এজবাস্টন টেস্টে হারের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC Test Championship 2022) ভারতকে টপকে চারে উঠে এসেছিল পাকিস্তান। এবার ওভাল প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে হারানোয় ICC ODI Rankings-এ পাকিস্তানকে টপকে তিন নম্বরে উঠে এল টিম ইন্ডিয়া। ওয়ানডে ক্রমতালিকায় ভারতের আগে এখন ১) নিউ জিল্যান্ড, ২) ইংল্যান্ড। ভারতের ঠিক পিছনে ৪) পাকিস্তান, ৫) অস্ট্রেলিয়া। মজার কথা হল, ভারত এখন আইসিসি Rankings-এ তিনটে ফর্ম্যাটে প্রথম তিনের মধ্যে আছে।

আইসিসি ক্রম তালিকায় টেস্টে ভারতের আছে দুই নম্বরে। পাঁচ দিনের ক্রিকেটে ভারতের আগে আছে শুধু অস্ট্রেলিয়া। আর টি টোয়েন্টি-তে ইংল্যান্ডে ২-১ সিরিজ জিতে শীর্ষে আছে ভারত। আরও পড়ুন-সারেনি চোট, লর্ডসেও হয়তো নেই বিরাট কোহলি

দেখুন টুইট

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৯ রান দিয়ে ৬ উইকেটের আগুন ঝরানো স্পেল করার পর জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)-র বন্দনায় মেতেছে ক্রিকেট বিশ্ব। ওভালে অবিশ্বাস্য বোলিং করে বুমরা প্রায় দু বছর বাদে ওয়ানডে (ODI) ক্রিকেটের সিংহাসন ফিরে পেলেন। আইসিসি-র সদ্য প্রকাশিত ওয়ানডে Ranking-এ বোলারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন বুমরা। নিউ জিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট, পাকিস্তানের শাহিন আফ্রিদের পিছনে ফেলে বুমরা এখন ওয়ানডে-তে এক নম্বর বোলার। ২০২০ সালের ফেব্রুয়ারিতে আইসিসি ওয়ানডে ক্রম তালিকায় শীর্ষস্থান হারিয়েছিলে বুমরা। বুমরা-র সিংহাসন ছিনিয়ে নিয়েছিলেন কিউই পেসার বোল্ট। বল হাতেয় ওভালের ছক্কা সেটা উদ্ধার করলেন আমেদাবাদের ২৮ বছরের পেসার।