IPL Auction 2025 Live

Indian Women Cricket Team: দেরিতে জেগে সান্তনা ম্যাচে জিতলেন স্মৃতি মন্ধনারা

সিরিজ হারার পর তৃতীয় ম্যাচে রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দিলেন হরমনপ্রীত কৌর-রা।

Harmanpreet Kaur with Smriti Mandhana. (Photo Credits: Twitter)

মহিলাদের টি-২০ ক্রিকেটে দারুণ জয় পেল ভারত। সিরিজ হারার পর তৃতীয় ম্যাচে রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দিলেন হরমনপ্রীত কৌর-রা। তবে টি টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড জিতল ২-১। এদিন রবিবার প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করে ১২৬ রান। অধিনায়িকা হেথার নাইট ৪২ বলে ৫২ রান করলেও দলের বাকিরা একেবারেই খেলতে পারেননি। ভারতের প্রতিশ্রুতিমান স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল ১৯ রানে ৩ উইকেট নেন। দারুণ বল করেন অপর বাঁ হাতি স্পিনার সাইকা ইশাইকে। সাইকা ২২ রানে ৩ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের ওপেনার স্মৃতি মন্ধনা ৪৮ বলে ৪৮ রানের ভাল ইনিংস খেলেন। কম রান তাড়া করতে নেমে স্মৃতির পাশাপাশি জেমাইমা রডরিগেজের ২৯ রানের ইনিংসটাও ভাল কাজে লাগে। শেষের দিকে পরপর উইকেট হারালেও এক ওভার বাকি থাকতে পাঁচ উইকেটে জেতে ভারতীয় মহিলা দল।

দেখুন এক্স

তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে ইংল্যান্ড জিতেছিল যথাক্রমে ৩৮ রান ও ৪ উইকেটে। প্রথম টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড করেছিল ১৯৭ রান। আর দ্বিতীয় টি-২০ ম্য়াচে ভারতীয় মহিলা দলকে মাত্র ৮০ রানে অল আউট করে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। টি টোয়েন্টি সিরিজের পর এবার ভারত-ইংল্যান্ড এক ম্যাচের টেস্টে খেলবে। বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর থেকে শুরু টেস্টে।