IPL Auction 2025 Live

Indian Hockey Team: কোরিয়াকে উড়িয়ে ফাইনালে ভারত, পঞ্চমবার খেতাব জিততে হরমনপ্রীতদের কাল হারাতে হবে চিনকে

সোমবার দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে পরাস্ত করে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে উঠল ভারত।

Harmanpreet Singh. (Photo Credits: X)

হুলুনবুইর (চিন), ১৬ সেপ্টেম্বর: অপ্রতিরোধ্য ফর্মে ভারতীয় পুরুষ হকি দল। প্যারিস অলিম্পিকে পদক জেতার ঠিক পরই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি (Asian Champions Trophy Hockey 2024)-তে খেলতে নেমে এবার ফাইনালে উঠলেন হরমনপ্রীত সিং-রা। সোমবার দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে পরাস্ত করে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে উঠল ভারত। সেমিফাইনালে কোরিয়ানদের বিরুদ্ধে পেনাল্টি কর্নার থেকে ভারতের গোলমেশিন হরমনপ্রীত সিং এদিন দুটি গোল করেন। জরমানপ্রীত সিং ও উত্তম সিং একটি করে গোল করেন। টানা ৬টা ম্যাচ জিতে, লিগ পর্ব মিলিয়ে মোট ২৫টি গোল করে ফাইনালে উঠলেন হরমনপ্রীতরা।

পঞ্চমবার এই টুর্নামেন্ট জিততে হলে গতবারের চ্যাম্পিয়ন ভারতকে এবার হারাতে হবে চিনকে। লিগ পর্বে চিনকে ৩-০ গোলে হারিয়েছিল ভারত। এদিন প্রথম সেমিফাইনালে চলতি টুর্নামেন্টের আয়োজক দেশ চিন ৩-১ গোলে পেনাল্টি শ্যুট আউটে পাকিস্তান-কে হারায়। এই প্রথম চিন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে খেলবে।

লিগের খেলায় দক্ষিণ কোরিয়াকে গত বৃহস্পতিবার ৩-১ হারিয়েছিল ভারত। সেমিফাইনালে ফেভারিট হিসেবে নেমে কোরিয়ানদের সেভাবে জায়গায় দিলেন না হরমনপ্রীতরা। সব বিভাগেই কোরিয়ানদের টেক্কা দিল ভারত।

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

দেখুন ভারতের চতুর্থ গোলটি

কাল, মঙ্গলবার আয়োজক দেশ চিনকে হারিয়ে টানা দুবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হরমনপ্রীতদের। এবার নিয়ে ভারত মোট ৬বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল। গতবার চেন্নাইয়ে ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় হকি দল।

ফাইনাল:

ভারত বনাম চিন

(মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টে)।

সরাসরি সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে।