Junior Asia Cup Hockey : হকিতে জুনিয়র এশিয়া কাপের ফাইনালে ভারত বনাম পাকিস্তান
জুনিয়র এশিয়া কাপের ফাইনালে মহারণ। ওমানের মাসকটে আয়োজিত জুনিয়র এশিয়া কাপের ফাইনালে বুধবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
জুনিয়র এশিয়া কাপের ফাইনালে মহারণ। ওমানের মাসকটে আয়োজিত জুনিয়র এশিয়া কাপের ফাইনালে বুধবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এবার নিয়ে টানা তিনবার ছোটদের এশিয়া কাপের ফাইনালে খেলবে ভারত-পাকিস্তান। গত দুবারই পাকিস্তানকে ফাইনালে হারিয়ে কাপ জিতেছিল ভারতের জুনিয়র দল। এদিন, প্রথম সেমিফাইনালে জাপানকে ৪-২ গোলে হারায় পাকিস্তান আর ভারত ৩-১ গোলে পরাস্ত করে মালয়েশিয়াকে। লিগের খেলায় সব কটিতে জিতেই সেমিফাইনালে উঠেছিল ভারত। পাকিস্তানও লিগে তাদের সব কটি ম্যাচেই জিতেছিল।
গতবার ওমানের সালাহায় আয়োজিত জুনিয়র এশিয়ান হকির ফাইনালে পাকিস্তানকে ২-১ হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে তাদের চতুর্থ খেতাব জিতেছিল ভারত। জুনিয়র এশিয়া কাপ হকিতে পাকিস্তান এখনও পর্যন্ত তিনবার কাপ জিতেছে। তবে পাকিস্তানের তিনটি খেতাবই টুর্নামেন্টের ইতিহাসের প্রথম তিনটি সংস্করণে জেতা।
দেখুন খবরটি
জুনিয়র এশিয়া কাপ হকিতে ২৮ বছর কাপ জিততে পারেনি পাকিস্তান। সেখানে টুর্নামেন্টে গত পাঁচবারের মধ্যে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় জুনিয়র হকি দল।