Team India, IND vs AUS T20I Series 2023: অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজে অধিনায়ক সূর্যকুমার, ব্রাত্য সঞ্জু-চাহাল

আগামী বৃহস্পতিবার থেকে বিশাখাপত্তনামে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। রবিবার আমেদাবাদে ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া।

Suryakumar Yadav Milestone Photo Credit: Twitter@mufaddal_vohra

আগামী বৃহস্পতিবার থেকে বিশাখাপত্তনামে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। রবিবার আমেদাবাদে ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। সেই মেগা ফাইনালের তিনদিন পরেই ফের নামছে ভারত-অস্ট্রেলিয়া। এবার আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে। ফাইনালে রোহিত শর্মাদের হারের পর এই সিরিজ তেমনভাবে কারও আগ্রহ নেই। অজিদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই।

সূর্যকুমার যাদবকে ছাড়া বিশ্বকাপ খেলা কোনও ক্রিকেটারকে অজিদের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে রাখা হয়নি। বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও কোনও ম্যাচে না খেলা ইশান কিষাণ, প্রসিধ কৃষ্ণাদেরও অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে রাখা হয়েছে। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকায় হতে চলা টি-২০ বিশ্বকাপের কথা ভেবে দল নির্বাচন করা হয়েছে। দলে জায়গা হল না বাংলার স্পিনার অলরাউন্ডার শাহবাজ আহমেদের। জায়গা পেলেন না বিশ্বকাপে ব্রাত্য থাকা তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালও।

বিশ্বকাপের সময় চোট পাওয়া হার্দিক পান্ডিয়ার পরিবর্তে অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলকে প্রথমবার নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সূর্য এখন আইসিসি টি-২০ ব়্য়াঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা ক্রিকেটার। সূর্যের ডেপুটি হিসেবে থাকছেন এশিয়াডে সোনা জয়ী অধিনায়ক ঋতুরাজ গায়কোয়েড়। তবে প্রথম তিন ম্য়াচে বিশ্রামে থাকার পর শেষ দুটি খেলায় দলে এলে শ্রেয়স আইয়ার সহ অধিনায়কের দায়িত্বে থাকবেন।

অজিদের বিরুদ্ধে সিরিজে সঞ্জু স্যামসনকে ব্রাত্য রেখে দলে নেওয়া হয়েছে প্রতিশ্রুমান উইকেটকিপার জিতেশ শর্মাকে। বাংলার পেসার মুকেশ কুমার, কেকেআর তারকা রিঙ্কু সিং সহ এশিয়ান গেমসে সোনা জয়ী দলের অধিকাংশ ক্রিকেটার দলে জায়গা পেয়েছেন। সবার বিশেষ নজর থাকবে ঋতুরাজ গায়কোয়েড়, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবেদের উপর। বিশ্বকাপের ঠিক আগে চোট পেয়ে ছিটকে যাওয়া অক্ষর প্য়াটেল কামব্যাক করছেন। আর্শদীপ সিং, প্রসিদ কৃষ্ণা, আবেশ খান, রবি বৈষ্ণদেরও রাখা হয়েছে স্কোয়াডে।

ঘোষিত ১৫ জনের ভারতীয় দল

ওপেনার (২)

ঋতুরাজ গায়কোয়েড় (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল।।

মিডল অর্ডার (৩)

তিলক ভর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং ।।

উইকেটকিপার (২)

ইশান কিষাণ (ওপেনার হিসেবেও খেলতে পারেন), জিতেশ শর্মা।।

স্পিনার অলরাউন্ডার (২)

অক্ষর প্য়াটেল, ওয়াশিংটন সুন্দর।।

পেসার অলরাউন্ডার (১)

শিবম দুবে।।

স্পেশালিস্ট স্পিনার (১)

রবি বিষ্ণোই।।

পেসার (৪)

আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আবেশ খান, মুকেশ কুমার।।

সিরিজের শেষ দুটি ম্য়াচে খেলবেন শ্রেয়স আইয়ার।