Iga Swiatek: প্রথম পোলিশ হিসেবে মহিলাদের পেশাদার টেনিসের তাজ এখন ইগা স্বিয়াতেকের মাথায়

ফুটবল বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতাঅর্জনের পর পোল্যান্ডের খেলায় ফের সুখবর। প্রথম পোলিশ খেলোয়াড় হিসেবে মহিলাদের পেশাদার টেনিস এক নম্বর খেলোয়াড় হলেন ইগা স্বিয়াতেক।

Tennis (Photo Credits: Getty Images)

সেন্ট পিটার্সবার্গ, ৪ এপ্রিল: ফুটবল বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতাঅর্জনের পর পোল্যান্ডের খেলায় ফের সুখবর। প্রথম পোলিশ খেলোয়াড় হিসেবে মহিলাদের পেশাদার টেনিস এক নম্বর খেলোয়াড় হলেন ইগা স্বিয়াতেক (Iga Swiatek )। পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে ২০২০ সালের ফরাসি ওপেন টেনিসে খেতাব জিতেছিলেন ইগা। মাত্র ২০  বছর ৩০৮ দিন বয়েসেই ডব্লুটিএ ক্রমতালিকায় শীর্ষ উঠে পোলিশ ইগা।

কেরিয়ারে ২০১০ সালে ক্যারোলিন ওয়াজনিয়াকি-র পর এত কমে বয়েসে এর আগে কেউ মহিলাদের টেনিসে শীর্ষে উঠতে পারেননি। অস্ট্রেলিয়ার তারকা অ্যাশলে বার্টি অজি ওপেনে জয়ের পর আচমকা অবসর ঘোষণা করায় ক্রমতালিকায় শীর্ষস্থানটা ফাঁকা ছিল।

গত সপ্তাহে মিয়ামি ওপেনের ফাইনালে ভিক্টোরিয়া গলুবিচকে হারিয়ে বার্টি-র ছেড়ে যাওয়া সিংহাসনে বসা নিশ্চিত করেন ইগা। মহিলাদের পেশাদার টেনিসের ক্রমতালিকায় ইগা-র পিছনে দু নম্বরে আছেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রিতসকোভা, তিনে স্পেনের পাওলো বাদোসা।