ICC World Cup 2019: ভারত থেকে অস্ট্রেলিয়া কোন দলের স্কোয়াড কেমন, দেখে বাছুন ফেভারিটদের

খাতায় কলমে শক্তির বিচারে এবারের বিশ্বকাপে হট ফেভারিট ভারত, ইংল্যান্ড। ভাল দল গড়েছে- দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান। প্রতিবারের মত এবারও কেন উইলিয়ামসনের নেতৃত্বে নামা নিউজিল্যান্ড ডার্ক হর্স।

এবার বিশ্বকাপে সব কটি দলই বেশ শক্তিশালী। (Photo Credits: Twitter)

৩০মে থেকে ইংল্যান্ড-ওয়েলশে শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ (ICC World Cup 2019)। মোট ১০টি দেশ এবারের বিশ্বকাপের মূলপর্বে খেলবে। আটটা দেশ সরাসরি এবং কোয়ালিফাইং রাউন্ড থেকে উঠে এসে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও আফগানিস্তান (Afghanistan) এবারের বিশ্বকাপের মূলপর্বে খেলছে। আয়ারল্যান্ড (Ireland) , জিম্বাবোয়ে (Zimbawe)-র মত দেশগুলি এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতাঅর্জন করতে ব্যর্থ হয়েছে। এবার বিশ্বকাপে গত কয়েকটি সংস্করণের তুলনায় অনেক বেশি কঠিন হতে চলেছে টুর্নামেন্টের ফরম্যাটের কারণে। দশটি দল একে অপরের সঙ্গে রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে খেলবে। তারপর পয়েন্টের ভিত্তিতে সেরা চারটি দেশ সেমিফাইনালে উঠবে। দশটি দলেই এমন কিছু খেলোয়াড় আছেন যারা নিজেদের দিনে তাদের প্রতিপক্ষকে উড়িয়ে দিতে পারেন।

খাতায় কলমে শক্তির বিচারে এবারের বিশ্বকাপে হট ফেভারিট ভারত (India), ইংল্যান্ড (Emgland)। ভাল দল গড়েছে- দক্ষিণ আফ্রিকা (South Africa), পাকিস্তান (Pakistan)। প্রতিবারের মত এবারও কেন উইলিয়ামসনের নেতৃত্বে নামা নিউজিল্যান্ড (New Zealand) ডার্ক হর্স। কোয়ালিফাইং রাউন্ড থেকে উঠে আসা ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য নির্ভর করবে ক্রিস গেইলের ওপর। যে গেইল এই বিশ্বকাপের পরেই ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়ে নেবেন। দু একটা বড় অঘটন ঘটাতে পারে আফগানিস্তান, বাংলাদেশও।

এবার দশ দলের স্কোয়াড দেখে বিচার করুন। দশ দলের স্কোয়াড কেমন---

ভারতের স্কোয়াড: (Team India Squad)

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কেদার যাদব, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি।

ইংল্যান্ডের স্কোয়াড: (England Squad)

ইয়ন মরগান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জ্যাসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস , মার্ক উড।

দক্ষিণ আফ্রিকা-র স্কোয়াড: (South Africa Squad)

ফাফ ডু প্লেসিস, জেপি দুমিনি, ডেভিড মিলার, ডেল স্টেইন, আন্দিল ফেহলুকেয়ো, ইমরান তাহির, কাগিসো রাবাদা, ডুয়াইন প্রোটরিয়াস, কুইন্টন ডি কক, অ্যানরিচ নরটজে, লুঙ্গি এনগিডি, এডেন মার্কাম, র‌্যাসি ভ্যান ডার ডুসেন, হাশিম আমলা, তাবরিজ শামসী।

নিউজিল্যান্ডের স্কোয়াড: (New Zealand Squad)

কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গুপ্তিল, হেনরি নিকোলস, রস টেলর, টম লাথাম (উইকেটকিপার), টম ব্লান্ডেল (উইকেটকিপার), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন।

পাকিস্তানের স্কোয়াড: (Pakistan Squad)

সরফরাজ আহমেদ (অধিনায়ক-উইকেটকিপার), আবিদ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হ্যারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, মোহম্মদ হাসনাইন, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।

অস্ট্রেলিয়া-র স্কোয়াড: (Australia Squad)

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি (উইকেট কিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, ন্যাথান কুল্টার নাইল, জেসন বেহরেনডর্ফ, অ্যাডাম জাম্পা, ন্যাথান লায়ন।

বাংলাদেশের স্কোয়াড: (Bangladesh Squad)

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান।

আফগানিস্তানের স্কোয়াড: (Afghanistan Squad)

গুলাবাদিন নাইব (অধিনায়ক), মহম্মদ শেহজাদ, নুর আলি জাদরান, হযরতুল্লাহ জাজাই, রহমাত শাহ, অসগর আফগান, হাসমতুল্লাহ শাহিদি, নাজিবুল্লা জাদরান, সামিউল্লা শিনওয়ারি, মহম্মদ নবি, রশিদ খান, দালওয়াত জাদরান, আফতাব আলাম, হামিদ হাসান, মুজিব উর রহমান, দালওয়াত জাদরান

শ্রীলঙ্কার স্কোয়াড: (Srilanka Squad)

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনে, আবিস্কা ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমানে, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল।

ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড: (West Indies Sqaud)

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, কার্লোস ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো, শিমরন হিটমায়ার, সাই হোপ, ফ্যাবিয়ান এলেন, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, অ্যাসলে নার্স, কেমার রোচ, ওশানে থমাস, শেল্ডন কট্রেল, শ্যানন গ্যাব্রিয়েল।