Sourav Ganguly: সৌরভেই লক্ষ্মী লাভ বিসিসিআইয়ের
ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) হয়ে কেন্দ্র সরকারকে ১৫০০ কোটি টাকা দেবে আইসিসি (ICC)। এমনটাই কথা হয়েছে বলে জানা গিয়েছে। আইসিসি-র বোর্ড মিটিংয়ে সৌরভ গাঙ্গুলি-জয় শা বলেন, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) এবং ২০২৩ সালের একদিনের ক্রিকেটের বিশ্বকাপ (ODI World Cup) থেকে ভারতীয় বোর্ডের ১০ কোটি ডলার (প্রায় ৭৫০ কোটি টাকা) ক্ষতি হয়েছে।
মুম্বই, ১৭ নভেম্বর: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) হয়ে কেন্দ্র সরকারকে ১৫০০ কোটি টাকা দেবে আইসিসি (ICC)। এমনটাই কথা হয়েছে বলে জানা গিয়েছে। আইসিসি-র বোর্ড মিটিংয়ে সৌরভ গাঙ্গুলি-জয় শা বলেন, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) এবং ২০২৩ সালের একদিনের ক্রিকেটের বিশ্বকাপ (ODI World Cup) থেকে ভারতীয় বোর্ডের ১০ কোটি ডলার (প্রায় ৭৫০ কোটি টাকা) ক্ষতি হয়েছে। কারণ এই পরিমাণ টাকা তাদের কর হিসেবে দিতে হয়েছে। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহির বদলে ভারতে হলে ক্ষতির অঙ্কটা বেড়ে ১৫ কোটি ডলার হত।
বিসিসিআই প্রশ্ন তোলে, যেখানে তাঁদের কোনও ভূমিকা বা দোষ নেই, সেখানে তাঁদের কেন এত টাকা ক্ষতির বোঝা বহন করতে হবে। আরও পড়ুন: বিরাট কোহলিকে নিয়ে বড় কথা বললেন রোহিত শর্মা
সৌরভরা বলেন, সব দেশের ক্রিকেট বোর্ডই তাদের সরকারের থেকে কর ছাড় পায়। কিন্তু কেন্দ্রীয় সরকার শুধু ক্রিকেটের জন্য আইন বদলাবে না। তাই তাদের এই করের বোঝা থেকে অব্যাহতি দেওয়া হোক। এরপর আইসিসি-র সদস্যরা সিদ্ধান্ত নেন, বিশ্ব ক্রিকেটের নিায়মক সংস্থাই এই টাকা দিয়ে দেবে।
অন্যদিকে, আজ থেকে টি-২০ অধিনায়ক হিসেবে যাত্রা শুরু রোহিত শর্মার। এই টি-২০ সিরিজ থেকে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু বিরাট কোহলি ফিরলে দলে তাঁর ভূমিকা কী হবে এই প্রশ্ন করা হয় রোহিতকে। রোহিতের জবাব, ‘‘খুব সহজ। আগে যা ভূমিকা ছিল, ঠিক তাই। বিরাট অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ওর অভিজ্ঞতা অনেক। ও যে ম্যাচে খেলে, সেখানে প্রভাব রেখে যায়। আর ব্যাট করার সময় পরিস্থিতি অনুযায়ী আমাদের ভূমিকা বদলে যায়। বিরাট ফিরে এলে দল আরও শক্তিশালী হবে।’’ কোহালি যেমন বিশ্রামে, তেমনই শেষ মুহূর্তে টি-টোয়েন্টি সিরিজ় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কেন উইলিয়ামসন। নিউজ়িল্যান্ড অধিনায়ক না থাকায় কি লড়াইটা সহজ হয়ে গেল? রোহিত মানছেন না। বলছেন, ‘‘নিউজ়িল্যান্ড দল হিসেবে খেলে। উইলিয়ামসন না খেলাটা অবশ্যই বড় ধাক্কা। কিন্তু ওদের এমন সব ক্রিকেটার আছে, যারা ম্যাচটা বার করে নিয়ে যেতে পারে। বিশ্বকাপে সেটা সবাই দেখেছে।’’ পাশাপাশি রোহিতের সংযোজন, ‘‘দল নিয়ে আমাদের নানা পরিকল্পনা আছে। যা আমরা এই সিরিজ থেকে প্রয়োগ করতে চাই।’’