Ibrahim Zadran: বিশ্বকাপে প্রথম আফগান হিসেবে ঐতিহাসিক সেঞ্চুরি জাদরানের, ওয়াংখেড়েতে অজিদের জিততে চাই ২৯২

ঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধ প্রথমে ব্যাট করতে নেমে দুরন্ত সেঞ্চুরি করলেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান।

চলতি বিশ্বকাপে ফের আফগানি চমক। মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধ প্রথমে ব্যাট করতে নেমে দুরন্ত সেঞ্চুরি করলেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। ২০১৫ সাল থেকে ক্রিকেট বিশ্বকাপের মুলপর্বে খেলছে আফগানরা। এই প্রথম আফগানিস্তানের কোনও ব্য়াটার বিশ্বকাপে সেঞ্চুরি করলেন। ২০১৫ বিশ্বকাপে ৬টি, ২০১৯ বিশ্বকাপে ৯টি-র পর চলতি বিশ্বকাপে তাদের আট নম্বর ম্যাচে এসে কোনও আফগান ব্যাটার ইনিংসে তিন অঙ্কের রান করলেন। মিচেল স্টার্ক, প্য়াট কামিন্স, অ্যাডাম জাম্পাদের মত বোলারদের অনায়াসে সামলালেন জাদরান।

জাদরানের ১২৯ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে অজিদের বিরুদ্ধে আফগানরা নির্ধারিত ৫০ ওভারে করল ৫ উইকেটে ২৯১ রান। ইংল্যান্ড, পাকিস্তানের পর অজিদের বিরুদ্ধেও আফগানরা অঘটন ঘটাতে পারেন, তা ওয়াংখেড়ের প্রথম ইনিংসের শেষে অনেকেরই মনে হচ্ছে। শেষের দিকে ১৮ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে রশিদ খানকে দলের রানকে ভাল জায়গায় নিয়ে যান। মিডল অর্ডারে রহমত শাহ, আফগানগান অধিনায়ক হাসমুতল্লা শাহিদিরা অনেক বল নষ্ট না করলে কাবুলিওয়ালার দেশ ৩০০ টপকে যেত। আফগান ব্যাটারদের ঝড়ের মুখে পড়ে অজি তারকা পেসার স্টার্ক ৯ ওভারে দিলেন ৭০ রান, কামিন্স ৮ ওবারে দিলেন ৪৭ রান।

চলতি বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্য়ান্ড, পাকিস্তান, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আছে আফগানরা। এদিন মুম্বইয়ে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেমির রাস্তা খুলে যেতে পারে রশিদ খানদের কাছে।