Google Doodle Today: মহিলা টি-২০ বিশ্বকাপ উদযাপনে গুগলের বিশেষ ভাবনা, দেখে নিন আজকের ডুডল

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর নবম সংস্করণ আরবে আয়োজিত হবে এবং বিশ্বের দশটি দল এতে অংশ নেবে।মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ গ্রুপ পর্বের জন্য পাঁচজনের দুটি গ্রুপে খেলা হবে।

গুগল ডুডল (ছবিঃ Google)

নয়াদিল্লিঃ ক্রিকেট(Cricket) মাঠে নারী শক্তিকে উদযাপন করতে, গুগুল (Google) আজ অর্থাৎ ৩  অক্টোবরের সার্চ ইঞ্জিন লোগোটি মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৪(ICC Women’s T20 World Cup 2024)-এ অংশগ্রহণকারীদের উৎসর্গ করেছে৷ যাতে দেখা যাচ্ছে গুগুল এর 'ও' বর্ণটিকে ক্রিকেটের বলের রূপ দেওয়া হয়েছে। আর ডুডলের মধ্যে রয়েছেন ব্যাট হাতে এক মহিলা ক্রিকেটার। সঙ্গে রয়েছেন বোলার এবং আম্পায়ারও। অর্থাৎ এই ডুডলের মাধ্যমে একটি ক্রিকেট ম্যাচকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। প্রসঙ্গত, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর নবম সংস্করণ আরবে আয়োজিত হবে এবং বিশ্বের দশটি দল এতে অংশ নেবে।মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ গ্রুপ পর্বের জন্য পাঁচজনের দুটি গ্রুপে খেলা হবে। ধারাবাহিক ম্যাচের পর, গ্রুপ এ এবং গ্রুপ বি উভয়ের শীর্ষ দুটি দল নকআউট পর্বের সেমিফাইনালে যাবে।সেমিফাইনাল ম্যাচের বিজয়ী দল একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিজয়ী ট্রফি তুলে নেবে। এখনও পর্যন্ত, অস্ট্রেলিয়া মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের অন্যতম শক্তিশালী দল।

মহিলা টি-২০ বিশ্বকাপ উদযাপনে গুগলের বিশেষ ভাবনা