ভারতীয় মেয়ে সামিয়া আরজুকে আজ বিয়ে করছেন পাকিস্তানের ক্রিকেটার হাসান আলি (দেখুন প্রি ওয়েডিং ফটোশ্যুট )

সানিয়া- শোয়েব জুটির পর আরেক ভারত-পাকিস্তান যুগল জুটি বাঁধতে চলছেন দুবাইয়ে। পাকিস্তানী ক্রিকেটার হাসান আলি আজ ২০ আগস্ট বিয়ে করতে চলেছেন ভারতীয় কন্যা সামিয়া আরজুর সঙ্গে। সামিয়া আরজু হরিয়ানা রাজ্যের মেওয়াত জেলার বাসিন্দা। রিপোর্টারদের সূত্র অনুযায়ী, দুবাইয়ের অ্যাটলান্টিস পাম হোটেলে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে।

পাকিস্তানি ক্রিকেটার হাসান আলি ও ভারতীয় তনয়া সামিয়া আরজু (Photo Credits: Instagram/ Daartistphoto)

দুবাই, ২০ আগস্ট: Hasan Ali and Samiya Aarzoo Pre-Wedding Photoshoot & Videos: সানিয়া- শোয়েব ( Sania- Shoaib) জুটির পর আরেক ভারত-পাকিস্তান ( India- Pakistan) যুগল জুটি বাঁধতে চলছেন দুবাইয়ে। পাকিস্তানী ক্রিকেটার (Pakistan Cricketer) হাসান আলি ( Hasan Ali) আজ ২০ আগস্ট বিয়ে করতে চলেছেন ভারতীয় কন্যা ( Indian) সামিয়া আরজুর ( Samiya Aarzoo) সঙ্গে। সামিয়া আরজু হরিয়ানা রাজ্যের মেওয়াত জেলার বাসিন্দা। রিপোর্টারদের সূত্র অনুযায়ী, দুবাইয়ের ( Dubai) অ্যাটলান্টিস পাম হোটেলে (Atlantis Palm Hotel) তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের সমস্ত আয়োজন চলছে। বিয়ের আগে তাদের দুজনের প্রি- ওয়েডিং ফটো ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আরও পড়ুন, দেহব্যবসায়ীদের আমি ভালোবাসি ও সম্মান করি: স্বস্তিকা মুখার্জীর মোক্ষম জবাব

এই যুগলের ছবি তোলার দায়িত্বে ছিলেন পাকিস্তানের ওয়েডিং ফটোগ্রাফার কোম্পানি, নাম দ্য আর্টিস্ট  ( Da Artist Photo) ফটো। তারাই আজ তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ছবি গুলি শেয়ার হরেন। আর শেয়ার করতেই খবর এসে গেলো তাদের বিয়ের। দেখে নিন তাঁদের বিয়ের আগের করা ফটোশ্যুট ও ভিডিও।

বিয়ের জন্য প্রস্তুত দু'জন

 

লাভ বার্ডস

 

ভারত- পাকিস্তান জুটি

 

দেখে নিন ভিডিও,

 

বিয়ের জন্য প্রস্তুত

 

সামিয়ার বাবা লিয়াকত আলি হলেন ব্লক ডেভেলপমেন্ট ও পঞ্চায়েত অফিসার। সামিয়ার বি. টেক ডিগ্রী করেছেন বিমান বিষয়ে মানভ রচনা বিশ্ববিদ্যালয় থেকে। এর আগে তিনি জেট এয়ারওয়েজের ( Jet Airways) কর্মী ছিলেন। বর্তমানে তিনি কাজ করছেন এমিরেটস এয়ারলাইন্স (Emirates Airlines) ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে। সামিয়ার বাবা আগেই জানিয়েছিলেন পরিবারের দশজন সদস্য দুবাই পাড়ি দেবে বিয়ের অনুষ্ঠানের জন্য। এর মধ্যে রয়েছে তাঁর পুত্র আকবার আলি, স্ত্রী রাহিষা, জামাই আলতাফ হোসেন, কন্যা বিলকিস ও মুমতাজ এবং অন্যান্য।

তবে শুধু হাসান আলিই নন। এর আগে আমরা দেখেছি সানিয়া মির্জা (Sania Mirza) ও শোয়েব মালিকের (Shoaib) জুটিকে। পাকিস্তানী ক্রিকেটার জাহির আব্বাস (Zaheer Abbas) ও মহসিন হাসান খানের (Mohsin Hasan Khan) স্ত্রীও ভারতীয়। হাসান আলী এবছর ২০১৯ বিশ্বকাপে খেলেছিলেন। শুরুটা ঠিক না যাওয়ায় ১১ জনের মধ্যে থেকে পরে ছিটকে যান তিনি। আলী ৯ টেস্ট ম্যাচ ও ৫৩ টি ওডিআই এবং ৩০ টি টি- টোয়েন্টি ম্যাচ খেলেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ২০১৭ তে জয়ের পিছনে হাসান আলীর অবদান বেশ অনেকখানি।