Harshit Rana Fined: বারবার দ্বিতীয় বার! জরিমানায় নির্বাসন, ম্যাচ পারিশ্রমিকের সবটাই কাটা গেল কলকাতার পেসার হর্ষিত রানার

আইপিএলের আচরণ বিধি ভঙ্গের দায়ে বড় শাস্তি পেলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা পেসার হর্ষিত রানা।

Harshit Rana. (Photo Credits: X)

কলকাতা, ৩০ এপ্রিল: আইপিএলের আচরণ বিধি ভঙ্গের দায়ে বড় শাস্তি পেলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা পেসার হর্ষিত রানা। সোমবার ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসের ব্যাটার অভিষেক পোড়লকে আউটের পর খারাপ আচরণের (ডাগ আউটের দিকে আঙুল দেখিয়ে চলে যেতে বলেন) জন্য কেকেআর পেসার হর্ষিতকে এক ম্যাচ নির্বাসিত করা হল। সঙ্গে তাঁর ম্যাচ পারিশ্রমিকের পুরোটাই জরিমানা হিসেবে কেটে নেওয়া হল। কোড অফ কনডাক্ট ভাঙার দায়ে কার্যত সর্বোচ্চ শাস্তিই পেলেন নাইটদের দিল্লির পেসার। সান রাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নাইটদের প্রথম হোম ম্য়াচেও খারাপ আচরণের জন্য ম্যাচ পারিশ্রমিকের ৬০ শতাংশ জরিমনানা করা হয়েছিল হর্ষিতকে।

ফলে আগামী শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছন্দে থাকা হর্ষিতকে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ম্যাচে পাচ্ছে না কেকেআর। দিল্লির ২৩ বছরের পেসার হর্ষিত এবার নাইট রাইডার্সের জার্সিতে বেশ ভাল বল করছেন। ইডেনে দিল্লির বিরুদ্ধে ২৮ রান দিয়ে ২টি উইকেট নেন তিনি। আরসিবি, রাজস্থানের বিরুদ্ধেও ইডেনে দুটি করে উইকেট নিয়েছিলেন। তবে কলকাতায় পঞ্জাবের বিরুদ্ধে ৪ ওভারে ৬১ রান দিয়ে কেকেআর সমর্থকদের হতাশ করেছিলেন হর্ষিত। গৌতম গম্ভীর শুরু থেকেই হর্ষিতের ওপর বাজি ধরেছেন।

হর্ষিতের কঠোর শাস্তি নিয়ে সরব কেকেআর সমর্থকরা দাবি করেছেন, এটা লঘু পাপে গুরু দণ্ড। যদিও চলতি আইপিএলে দ্বিতীয়বার এমনটা করায় তাঁর শাস্তি এতটা বেশী বলে জানানো হয়েছে।