Women's T20 Challenge 2022: মহিলাদের টি-২০ চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হরমনপ্রীতের সুপারনোভাস
মহিলাদের টি-২০ চ্যালেঞ্জের ফাইনালে দীপ্তি শর্মা-দের ভেলোসিটিকে ৪ রানে হারিয়ে খেতাব জিতল হরমনপ্রীত কউর-দের সুপারনোভাস।
পুণে, ২৮ মে: মহিলাদের টি-২০ চ্যালেঞ্জের (Women T20 Challenges 2022) ফাইনালে দীপ্তি শর্মা-দের ভেলোসিটিকে ৪ রানে হারিয়ে খেতাব জিতল হরমনপ্রীত কউর-দের সুপারনোভাস। ফাইনালে ৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলে জয়-পরাজয়ে বড় ভূমিকা নিল সুপারনোভাস দলের ক্যারিবিয়ান তারকা ডিনড্রা ডোটিন। প্রথমে ব্যাট করে সুপারনোভাস করে ৭ উইকেটে ১৬৫ রান করে। ওপেনার প্রিয়া পুনিয়া (২৮), (৬২) ডোটিন আর হরমনপ্রীত (২৯ বলে ৪৩) ছাড়া আর কোনও সুপারনোভাস ব্যাটার দু অঙ্কের রান করতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে ৬৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ভেলোসিটি। ওপেন করতে নেমে শেফালি ভর্মা (১৫), যশ্তিকা ভাটিয়া (১৩) তেমন কিছুই করতে পারেননি। বাকিরা ও সেভাবে কিছুই করতে পারেননি। এরপর কঠিন জায়গা থেকে খেলতে নেমে পাঁচ নম্বরে নেমে ৪০ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলের হয়ে শেষ পর্যন্ত লড়ে যান দক্ষিণ আফ্রিকার লোরা উলভারডাট। শেষ বলে জিততে হলে ভেলোসিটি-কে করতে হত ৬ রান। আরও পড়ুন: রবিবার মোদী স্টেডিয়ামে ১ লক্ষ ২৫ হাজার মানুষের উপস্থিতিতে হবে আইপিএল ফাইনাল
দেখুন টুইট
সেখানে শেষ বলে মাত্র এক রান নিতে পারেন সিমরন বাহাদুর (২০)। ১৯তম ওভারে ১৭ রান নিয়ে ভেলোসিটি দলের সম্ভবনা জিইয়ে রেখেছিলেন লোরা। শেষ ওভারে জিততে হলে করত হত ১৭ রান। লিগের খেলায় সুপারনোভাসকে ৭ উইকেটে হারিয়েছিল ভেলেসোটি। ফাইনালে সেই হারের মধুর প্রতিশোধ তুলে খেতাব জিতলেন হরমনপ্রীতরা।