Harmanpreet Kaur Suspension: স্ট্যাম্প ভেঙে বিতর্কে হরমনপ্রীত, আম্পায়ারদের সঙ্গে বচসা করে নির্বাসিত হতে পারেন দুটি আন্তর্জাতিক ম্যাচ (দেখুন বিস্তারিত)
বাংলাদেশ সফরে তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলতে এসে বিতর্কে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলই জিতেছে ১-১ ব্যবধানে, কিন্তু সিরিজের একেবারে শেষ ম্যাচ টাই হলেও বেশ উত্তেজনাপূর্ণ এবং বিতর্কিতও হয়ে উঠল ভারতীয় দলের অধিনায়কের সৌজন্যে।
বাংলাদেশ সফরে তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলতে এসে বিতর্কে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলই জিতেছে ১-১ ব্যবধানে, কিন্তু সিরিজের একেবারে শেষ ম্যাচ টাই হলেও বেশ উত্তেজনাপূর্ণ এবং বিতর্কিতও হয়ে উঠল ভারতীয় দলের অধিনায়কের সৌজন্যে।
শনিবার ভারতীয় দলের ইনিংসের ৩৪ তম ওভারে বাংলাদেশের নাহিদা আখতারের বলে সুইপ করতে গিয়েছিলেন হরমনপ্রীত। বল ব্যাটে না লেগে তাঁর প্যাডে লেগে স্লিপে ফাহিমা খাতুনের হাতে জমা পড়ে।বোলার এলবিডব্লিউয়ের আবেদন করার সঙ্গে সঙ্গেই আম্পায়ার আঙুল তুলে দেন। ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর দাবি জানান, বল তাঁর ব্যাটেই লেগেছে। এরপর আম্পায়ার আউট দেওয়ায় সঙ্গে সঙ্গে প্রথমে ব্যাটে একবার ঘুষি মারেন হরমনপ্রীত। তার পরে ব্যাট দিয়ে স্ট্যাম্পও ভেঙে দেন। স্ট্যাম্প ভাঙায় বিতর্ক আরও বেড়ে যায়।পাশাপাশি আম্পায়ারের সঙ্গেও তর্ক করেন তিনি। ড্রেসিংরুমে ফেরার পরে আম্পায়ারের উদ্দেশেও কিছু বলতে দেখা যায় ভারতীয় দলের ক্যাপ্টেনকে।
এই ঘটনার পর সূত্রের খবর যে এটি লেভেল-২ নিয়ম লঙ্ঘনের সামিল, যা মাঠে খেলোয়াড়দের আচরণের সঙ্গে সম্পর্কিত। এই ঘটনায় তাঁর দু ডিমেরিট পয়েন্ট কাঁটা যাবেএবং ম্যাচ শেষে আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ করায় তিনি আরও একটি ডিমেরিট পয়েন্ট হারাবেন। সেক্ষেত্রে তিন পয়েন্টের জন্য হয়তো তাঁর আর্থিক জরিমানা হতে পারত। কিন্তু এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ আইসিসি। তিন পয়েন্টের পাশাপাশি ফটোশেসনের সময়ও হরমনপ্রীতকে কিছু বলতে দেখা যায়।দু-দলের ফটোসেশনের সময় তিনি বলতে থাকেন, আম্পায়ারদের ডাকার কথা। যা আইসিসির বিচারে অপরাধযোগ্য।এমনকি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তুলোধনা করেন আম্পায়ারদের। তাই চার ডিমেরিট পয়েন্ট ধরে আই সি সি আগামী দুটি আন্তর্জাতিক ম্যাচ থেকে নির্বাসন দিতে পারে মহিলা ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে। সামনেই এশিয়ান গেমস। মেয়েদের ক্রিকেটেও অংশ নেবে ভারত। হরমনপ্রীত কৌরের নেতৃত্বেই দল বেছে নেওয়া হয়েছে।তাই প্রথম দু-ম্যাচে তাঁকে পাওয়া যাবে কিনা সেই চিন্তায় বোর্ড কর্তারা।