Hardik Pandya: মুম্বই ইন্ডিয়ন্সের জার্সিতে হার্দিক পান্ডিয়া

গত দুটো মরসুমে অনবদ্য অধিনায়কত্ব করে গুজরাট টাইটান্স (Gujrat Titans)কে বড় সাফল্য এনে দেওয়া হার্দিক পান্ডিয়াকে দলে ফিরিয়েছেন মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians)।

Hardik Pandya With Wife And Son (Photo Credit: Instagram)

নাটকীয়ভাবে দলবদল হয়েছে ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। গত দুটো মরসুমে অনবদ্য অধিনায়কত্ব করে গুজরাট টাইটান্স (Gujrat Titans)কে বড় সাফল্য এনে দেওয়া হার্দিক পান্ডিয়াকে দলে ফিরিয়েছেন মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians)। মুম্বই ইন্ডিয়ন্সে ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স তুলে ধরে জাতীয় দলের দরজা খোলেন হার্দিক। আর দেশের জার্সিতে তাঁর সাফল্যের কথা রূপকথার চেয়ে কম নয়।

সেই হার্দিককে অন্তত ১৫ কোটি টাকা খরচ করে গুজরাট থেকে দলে ফিরিয়েছেন আম্বানিরা। মুম্বইয়ে ফিরে সোশ্য়াল মিডিয়ায় রোহিত শর্মাদের দলের জার্সিতে নিজের ছবি পোস্ট করলেন হার্দিক। আড়াইল বছর পর হার্দিককে দেখা গেল তাঁর চেনা MI-র জার্সিতে। ক্যাপশনে লিখলেন- হোম, মুম্বই ইন্ডিয়ন্স হোম।

আগামী বছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সের ব্যাটিং লাইনআপ শুধু ভারতীয়দের নিয়েই এমন দাঁড়াবে- রোহিত শর্মা, ইশান কিষাণ, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, হার্দিক পান্ডিয়া। এরপর আগামী মাসে দুবাইয়ে হতে চলা আইপিএল নিলামে আম্বানিদের ফ্র্যাঞ্চাইজির কাছে থাকবে সাড়ে ৩৭ কোটি টাকা। সেখান থেকে ট্রাভিস হেড, রচিন রবীন্দ্র সহ বড় তারকা ব্যাটারদের নেওয়ার অনেক সুযোগ থাকছে মুম্বইয়ের।

দেখুন ছবিতে

গত নিলামে সাড়ে ১৭ কোটিতে কেনা অজি তারকা অলরাউন্ডার ক্য়ামেরন গ্রিনকে আরসিবি-কে বিক্রি করে, গুজরাটের থেকে ১৫ কোটিতে হার্দিক কিনে কতটা সঠিক সিদ্ধান্ত নিল মুম্বই সেটাই এবার দেখার।



@endif