Copa America 2021: উরুগুয়ের বিরুদ্ধে জিতে ড্রয়ের দশা কাটালেন মেসিরা, দেখুন গোলের ভিডিও
কোপা আমেরিকায় দুরন্ত জয় পেল আর্জেন্টিনা। উরুগুয়ুকে ১-০ গোলে হারিয়ে জয়ের রাস্তা খুঁজে পেলেন লিওনেল মেসিরা। বিশ্বকাপের যোগ্যতাপর্বে পরপর দুটো ম্যাচ ড্রয়ের, পর কোপা আমেরিকার প্রথম ম্যাচেও শেষ মুহূর্তে গোল খেয়ে চিলির কাছে আটকে গিয়েছিলেন মেসিরা।
সাও পাওলো, ১৯ জুন: কোপা আমেরিকায় (Copa America 2021) দুরন্ত জয় পেল আর্জেন্টিনা (Argentina)। উরুগুয়ুকে ১-০ গোলে হারিয়ে জয়ের রাস্তা খুঁজে পেলেন লিওনেল মেসিরা (Lionel Messi)। বিশ্বকাপের যোগ্যতাপর্বে পরপর দুটো ম্যাচ ড্রয়ের, পর কোপা আমেরিকার প্রথম ম্যাচেও শেষ মুহূর্তে গোল খেয়ে চিলির কাছে আটকে গিয়েছিলেন মেসিরা। চিলির বিরুদ্ধে দারুণ খেলেও এক পয়েন্টেই খুশি থাকতে হয়েছিল আর্জেন্টিনাকে, আর উরুগুয়ের বিরুদ্ধে মনভরানো ফুটবল না খেলেও জিতলেন মেসিরা।
ম্যাচের ১৩ মিনিটে গুয়িদো রডরিগেজের (Guido Rodriguez ) করা একমাত্র গোলে তিন পয়েন্ট তুলে নিয়ে নক আউট পর্ব কার্যত নিশ্চিত হয়ে গেল মেসিদের। দু ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে মেসিরা এখন চিলির সঙ্গে একই অবস্থানে, লিগ টেবিলে শীর্ষে। আরও পড়ুন: থেমে গেল মিলখা সিংয়ের জীবন দৌড়, করোনাজনিত সমস্যায় প্রয়াত 'উড়ন্ত শিখ'
গ্রুপের অন্য ম্যাচে চিলি ১-০ গোলে হারাল বলিভিয়াকে। পাঁচ দলের গ্রুপ থেকে চারটি দল নক আউটে যাবে। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ সোমবার প্যারাগুয়ের বিরুদ্ধে। আজ রাতে ভেনুজুয়েলা নামছে ইকুয়েডরের বিরুদ্ধে। আগামিকাল সকালে পেরু খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে।