NZ vs SRI 1st Test: ক্রাইস্টচার্চে কিউইদের কাছে পিছিয়ে পড়ল শ্রীলঙ্কা, স্বস্তিতে টিম ইন্ডিয়া
আমেদাবাদ টেস্টে ভাল জায়গায় নেই টিম ইন্ডিয়া। এখন যা পরিস্থিতি তাতে আজ, খেলার তৃতীয় দিনটা ম্যাচ বাঁচতে লড়তে হবে টিম ইন্ডিয়াকে। মোতেরায় প্রথম ইনিংসে এখনও ৪৪৪ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।
আমেদাবাদ টেস্টে ভাল জায়গায় নেই টিম ইন্ডিয়া। এখন যা পরিস্থিতি তাতে আজ, খেলার তৃতীয় দিনটা ম্যাচ বাঁচতে লড়তে হবে টিম ইন্ডিয়াকে। মোতেরায় প্রথম ইনিংসে এখনও ৪৪৪ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। এদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে রোহিত শর্মা-দের আমেদাবাদে জিততেই হবে, ড্র করলেও চলবে না। রোহিতরা ড্র বা হারা মানেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে দরজা খুলে যাওয়া। আর সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে চলতি নিউ জিল্যান্ড সফরে কিউইদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ জিততে হবে।
ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নিউ জিল্যান্ড-শ্রীলঙ্কা দু ম্যাচের টেস্ট সিরিজ। ক্রাইস্টচার্চ শ্রীলঙ্কা ড্র বা হারলেই মোতেরায় ফল যাই হোক রোহিতরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে। ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা বেশ ভাল জায়গায় ছিল। লঙ্কানরা প্রথম ইনিংসে ৩৫৫ করার পর, ১৬২ রানে কিউইদের ৫ উইকেট তুলে নিয়েছিল। এতে উদ্বেগ বেড়েছিল টিম ইন্ডিয়ার সমর্থকদের। কারণে আমেদাবাদ টেস্টের যা পরিস্থিতি তাতে টিম ইন্ডিয়াকে তাকিয়ে থাকতে হবে নিউ জিল্যান্ডের দিকে। শ্রীলঙ্কাকে চলতি টেস্ট সিরিজের দুটো ম্যাচের অন্তত এটাতে রুখে দিতেই হবে কেন উইলিয়ামসনদের। একমাত্র তাহলেই বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবে টিম ইন্ডিয়া। আরও পড়ুন-অশ্বিনের দাপটে ৪৮০ রানে শেষ অজি ইনিংস, বিনা উইকেট খুইয়ে শুভমন-রোহিত ক্রিজে
দেখুন টুইট
তবে ক্রাইস্টচার্চ টেস্টে তৃতীয় দিনের লাঞ্চের পর ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফিরল। ৯ নম্বরে নেমে কিউই টেলেন্ডার ম্যাট হেনরি ৭২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে প্রথম ইনিংসে কিউইদের গুরুত্বপূর্ণ ১৮ রানের লিড এনে দিয়েছেন। টেলেন্ডারদের সৌজন্যে শেষ চার উইকেটে ১৬৭ রান যোগ করে নিউ জিল্যান্ড প্রথম ইনিংসে করল ৩৭৩ রান। এবার শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে খেলা শুরু করেছে। টি পর্যন্ত শ্রীলঙ্কা বিনা উইকেটে ৯ রান করেছে। খেলার এখনও দুটো দিন বাকি।