Bangldesh: হংকং, ইউএই থেকে কেনিয়া, বাইশ গজে যে সব ছোট দেশেরা মাথাহেঁট করেছে বাংলাদেশের
পার্থ প্রতিম চন্দ্র: আরব মুলুকে বড় লজ্জার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট। সোমবার রাতে শারজায় বাংলাদেশ (Bangladesh)-কে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে হারিয়ে দিয়েছে সংযুক্ত আরবআমিরশাহি (UAE)। বাংলাদেশ টেস্ট খেলার মর্যাদা পেয়েছে ২৫ বছর হতে চলল, এখন তারা বিশ্বের প্রথম সারির দেশগুলির সঙ্গে খেলার সুযোগ পায়। বিশ্বের বিভিন্ন ফ্র্য়াঞ্চাইজি লিগ, নিজেদের দেশে বিপিএলে খেলা প্রচুর অর্থ উপাজর্ন করেন সে পদ্মাপাড়ের দেশের ক্রিকেটার-রা। কিন্তু এরপরেও বারবার ক্রিকেটের ছোট দেশেদের কাছে বারবার হেরেছে বাংলাদেশ। দেশে পেশাদার ক্রিকেটার, ভাল পরিকাঠামো থাকা সত্ত্বেও অনেক সময়ই কুলগোত্রহীন দেশেদের কাছে হেরেছে বাংলাদেশ।
আসুন দেখে নেওয়া যাক বাইশ গজের খেলায় যে সব ছোট দেশেরা মাথাহেঁট করেছে বাংলাদেশের
১) হংকং (Hong Kong Beats Bangladesh):
২০১৪ টি-২০ বিশ্বকাপের গ্রুপের ম্যাচে নিজের দেশের মাটিতে হংকং-য়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। চট্টগ্রাম আয়োজিত সেই ম্যাচে মুশফিকুর রহিমের নেতৃত্বে খেলা বাংলাদেশ মাত্র ১০৮ রানে অল আউট হয়ে যায়। সেই রানটা দু বল বাকি থাকতে ৮ উইকেচ হারিয়ে তুলে জিতেছিল হংকং।
২) আমেরিকা (USA Beats Bangladesh):
২০২৪ টি-২০ বিশ্বকাপে প্রাইরি ভিউয়ে বাংলাদেশকে ৬ রানে হারিয়েছিল আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আমেরিকা ৬ উইকেটে ১৪৪ রান করেছিল। জবাবে নাজমোল হোসেন শান্তোর দল মাত্র ১৩৮ রানে অল আউট হয়ে যায়।
৩) সংযুক্ত আরবআমিরশাহি (UAE Beats Bangladesh):
সোমবার রাতে শারজায় টি-২০ সিরিজের দ্বিতীয় ম্য়াচে বাংলাদেশকে ২ উইকেটে হারায় সংযুক্ত আরবআমিরশাহি (UAE)। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে করেছিল ২০৫ রান। সংযুক্ত আমিরশাহি এক বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয়।
৪) নেদারল্যান্ডস (Netherlands Beats Bangladesh):
ওয়ানডে ক্রিকেটে তিনবারের সাক্ষাতে দুবার বাংলাদেশকে হারিয়েছে নেদারল্যান্ডস। ২০২৩ বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে ডাচরা ৮৭ রানে হারিয়েছিল বাংলাদেশকে। নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করে তুলেছিল ২২৯ রান। জবাবে সাকিব আল হাসান-রা অল আউট হয়ে যান মাত্র ১৪২ রানে, ৪৩ ওভারের মধ্যে। ওয়ানডে-তে বাংলাদেশের বাইরে কখনও ডাচদের হারাতে পারেনি সাকিবের দেশ। টি-২ ক্রিকেটেও বাংলাদেশকে একবার হারিয়েছিল কমলা বাহিনী। ২০১২ সালে হেগে টি-২০ ম্যাচে মুশফিকুর রহিমের দলকে ১ উইকেট হারিয়ে ছিলেন ডাচরা।
৫) কেনিয়া (Kenya Beats Bangladesh):
কেনিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ৬ বার ওয়ানডে ক্রিকেটে হেরেছে বাংলাদেশ। টেস্ট খেলার মর্যাদা পাওয়ার পর ২০০৩ বিশ্বকাপে কেনিয়ার কাছে হেরেছিল পদ্মাপাড়ের দেশ।
৬) স্কটল্যান্ড (Scotland Beats Bangladesh):
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাংলাদেশ ও স্কটল্যান্ড দুবার মুখোমুখি হয়েছে। এই দুটি টি২০ ম্যাচেই বাংলাদেশকে হারিয়েছে স্কটিশরা। ২০১২ সালে হাগে ৩৪ রানে ও ২০২২ সালে ওমানে ৬ রানে বাংলাদেশকে হারিয়েছে স্কটল্য়ান্ড।
৭) আয়ারল্যান্ড (Ireland Beats Bangladesh):
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে দু'বার হারিয়েছে আয়ারল্যান্ড। ২০০৮ সালে ব্রিজটাউনে ৮ উইকেটে ও ২০১০ সালে বেলফাস্টে ৭ উইকেটে বাংলাদেশকে হারিয়েছিল আইরিশরা। তবে গত ১৪ বছর ধরে বাংলাদেশকে ওয়ানডে ফর্ম্যাটে হারাতে পারেনি আইরিশরা। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশকে দুবার হারিয়েছে ইউরোপের এই টেস্ট খেলিয়ে দেশ। ২০০৯ সালে প্রথমবার টি-২০ সাক্ষাতেই বাংলাদেশকে নটিংহ্যামে ৬ উইকেটে হারিয়েছিল আয়ারল্যান্ড। তারপর ২০২৫ সালের মার্চে চট্টগ্রামে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় আইরশিরা।
৮) জিম্বাবোয়ে (Zimbabwe Beats Bangladesh):
আন্তর্জাতিক ক্রিকেটে বারবার জিম্বাবোয়ের কাছে হেরেছে বাংলাদেশ। পদ্মাপাড়ের দেশের বিরুদ্ধে আফ্রিকার এই দেশ ২০টি টেস্ট খেলে জিতেছে ৮ বার। অন্যদিকে, টেস্টে জিম্বাবোয়েকে ৯টি টেস্টে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে দুই দেশের মোট ৮১ বারের সাক্ষাতকারে বাংলাদেশ জিতেছে ৫১টি ম্যাচ, জিম্বাবোয়ে সেখানে ৩০ বার জিতেছে। টি-২০ আন্তর্জাতিকে বাংলাদেশকে এখনও পর্যন্ত ৮টি ম্য়াচে হারিয়েছে জিম্বাবোয়ে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)