IPL Auction 2025 Live

France vs Belgium, UEFA Euro 2024: ইয়ান ভার্টোনঘেনের আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিদায়, ১-০ গোলে জিতে কোয়ার্টারে ফ্রান্স

France Beat Belgium Photo Credit: Twitter@EURO2024

বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে উয়েফা ইউরো ২০২৪ এর কোয়ার্টার ফাইনালে উঠল ফ্রান্স। জার্মানীর ডুসেলডর্ফে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূণ্য। দুই দলের খেলাতে কোন গতি ছিল না, বরং প্রথম থেকেই ম্যাচের মেজাজ ছিল ম্যাড়মেড়ে। বিরতির পর জেগে ওঠার চেষ্টা করে ফ্রান্স ও বেলজিয়াম দুই দলই। কিন্তু চোখে পড়ার মতো আক্রমণ হয়নি। তাই জয়ের জন্য গোলও আসছিল না। ৮৫ মিনিট পর্যন্ত গোলের খাতা না খুললেও হঠাৎই নতুন মোড় আসে ফ্রান্সের স্ট্রাইকার রান্দাল কোলো মুয়ানির একটি বাড়ানো পাশে। ডান প্রান্তে বক্সের ভেতরে বল পেয়ে শট নেন কোলো মুয়ানি। সেই শট বেলজিয়াম ডিফেন্ডার ইয়ান ভার্টোগেনের পায়ে লেগে ঢুকে যায় জালে! এই এক গোলের ব্যবধানেই কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা প্রশস্ত করে ফ্রান্স।

৯০ মিনিটের খেলায় উভয় পক্ষই গোলের কিছু সুযোগ তৈরি করেছিল কিন্তু কেউই গোল করতে পারেনি।বিরতির আগে দুটি ভালো সুযোগ নষ্ট করা চুয়ামেনি দ্বিতীয়ার্ধের শুরুতেও গোলের সুযোগ পেয়েছিলেন। ৪৮ মিনিটে বক্সের ভেতর থেকে তাঁর ডান পায়ের শট বেলজিয়াম গোলকিপার কোয়েন কাস্তেলস ডাইভ দিয়ে না ঠেকালে গোল হয়ে যেত। গোলের নেশায় মরিয়া ফ্রান্স ধীরে ধীরে আক্রমণের ধারও বাড়াতে শুরু করে। এই ধারাবাহিকতায় ম্যাচের ৫৪ মিনিটে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে পোস্টের বাইরে শট নেন কিলিয়ান এমবাপ্পে। ৯০ মিনিটে তারকা কিলিয়ান এমবাপ্পেওর পা থেকেও গোল আসেনি ম্যাচে।  আগের ম্যাচ গুলোতে আশা জাগালেও শেষ ১৬ এর ম্যাচে তেমন ভালো খেলতে পারেনি বেলজিয়াম দল। গোটা ম্যাচে ২২টি আক্রমণ করে তারা মাত্র ২টি শট পোস্টে রাখতে পেরেছে। ফ্রান্স ৫৮টি আক্রমণ করে চাপ বজায় রেখে শেষ পর্যন্ত জয়সূচক গোলটি তুলে নিয়েছে।