I-League Teams: দক্ষিণ আফ্রিকায় খেলবে মহামেডান? সুপার কাপ ছেড়ে কানেক্ট কাপে শ্রীনিডি ডেকান?

জানা গিয়েছে, প্রথম ম্যাচে অরল্যান্ডো পাইরেটসের মুখোমুখি হবে মহামেডান এসসি এবং দ্বিতীয় ম্যাচে শ্রীনিডি ডেকান এফসি-র মুখোমুখি হবে কাইজার চিফস

Mohammedan & Sreenidi Deccan (Photo Credit: 90ndstoppage/ X)

আন্তর্জাতিক ফুটবল সহযোগিতার একটি উল্লেখযোগ্য অগ্রগতি এবং নয়া উদ্যোগ হিসেবে, আই লিগের দুই প্রিমিয়ার ক্লাব, মহামেডান এসসি (Mohammedan SC) এবং  শ্রীনিডি ডেকান এফসি (Sreenidi Deccan FC), নিনিভা ক্যাপিটাল এবং ভট্টাচার্য্য আয়োজিত 'কানেক্ট টুর্নামেন্ট'-এ অংশ নিতে দক্ষিণ আফ্রিকা যাওয়ার জন্য প্রস্তুত। বহু প্রত্যাশিত 'কানেক্ট টুর্নামেন্ট', সাংস্কৃতিক বিনিময় এবং ফুটবল শ্রেষ্ঠত্বের একটি উল্লেখযোগ্য ইভেন্ট হিসাবে বেশ প্রশংসিত। চলতি মাসের শেষের দিকে ডারবানের আইকনিক মোসেস মাভিদা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকান প্রিমিয়ার সকার লিগে (PSL) অরল্যান্ডো পাইরেটস (Orlando Pirates) ও কাইজার চিফসও (Kaizer Chiefs) অংশ নেবেন। জানা গিয়েছে, প্রথম ম্যাচে অরল্যান্ডো পাইরেটসের মুখোমুখি হবে মহামেডান এসসি এবং দ্বিতীয় ম্যাচে শ্রীনিডি ডেকান এফসি-র মুখোমুখি হবে কাইজার চিফস। Mohun Bagan Fixture, Kalinga Super Cup: একনজরে কলিঙ্গ সুপার কাপে মোহনবাগানের সূচি

ভারতের অন্যতম পুরানো ও সুসজ্জিত ফুটবল ক্লাব মহামেডান এসসি তাদের সঙ্গে সবসময় এক সমৃদ্ধ ঐতিহ্য এবং প্রতিভা ও অভিজ্ঞতায় পরিপূর্ণ একটি দল হিসেবে নিজেদের তুল ধরে। ভারতীয় ফুটবলে অপেক্ষাকৃত নতুন মুখ শ্রীনিডি ডেকান এফসি। ঘরোয়া ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বর্তমানে আই লিগের তৃতীয় স্থানে রয়েছে তারা। তবে পরবর্তী প্রাপ্ত খবর অনুসারে, শ্রীনিডি ডেকান এফসি এখনও 'কানেক্ট টুর্নামেন্ট'-এ তাদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি; ভারতের প্রিমিয়ার কাপ টুর্নামেন্ট 'কলিঙ্গ সুপার কাপ ২০২৪'-এর গ্রুপ 'এ'-তে মোহনবাগান এসজি, হায়দরাবাদ এফসি এবং ইস্টবেঙ্গল এফসি-র সঙ্গে রয়েছে তারা। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে সুপার কাপে গ্রুপ 'এ'-এর ম্যাচ।