UEFA Champions League 2019: ১৬টা ম্যাচ, ৪৫টা গোল, বড় অঘটন, দুটো হ্য়াটট্রিক শুরুতেই জমজমাট চ্যাম্পিয়ন্স লিগের লড়াই

জমজমাট চ্যাম্পিয়ন্স লিগ। (Photo Credits: Twitter)

শুরুতেই জমে গেল চ্যাম্পিয়ন্স লিগ ( UEFA Champions League 2019)। ইউরোপ সেরার যুদ্ধে প্রথম দু রাতে হল মোট ১৬টা ম্যাচ। তাতে বড় বড় সব অঘটন ঘটল। প্রথম দুটো রাতে ১৬টা ম্যাচে হল ৪৫টা গোল। প্রথম দিনে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল হেরেছিল নাপোলির বিরুদ্ধে। গতবার ইউরোপা লিগা চ্যাম্পিয়ন চেলসিও চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই হারল। গতকাল, রিয়াল মাদ্রিদকে ০-৩ গোলে উড়িয়ে দিল পিএসজি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র জুভেন্তাসও ২-২ গোলে ড্র করল। অ্যাওয়ে ম্যাচে জুভেন্তাস দু গোলে এগিয়েও ২-২ গোলে ড্র করল।

তবে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি সহজ জয় পেল। ম্যান সিটি, বায়ার্ন মিউনিখ-দুই বড় ক্লাবই ৩-০ গোলে জিতল। ম্যান সিটি ৩-০ গোলে হারাল শাখতার ডনেস্ককে। রেড স্টার বেলগ্রেড ৩-০ গোলে হারাল বায়ার্নকে। আরও পড়ুন-দিল্লিতে UFTA- র ডাকে পরিবহন ধর্মঘট, বন্ধ স্কুল- কলেজ

গতকালের ফলাফল

শাখতার ডনেস্ক (০) ম্যানচেস্টার সিটি (৩)

প্যারিস সাঁ জাঁ (৩) রিয়াল মাদ্রিদ (০)

অ্যাথলেটিকো মাদ্রিদ (২) জুভেন্তাস (২)

অলিম্পিয়াকোস (২) টটেনহ্যাম হটস্পার (২)

ক্লাব ব্রুজ (০) গালাতাসারে (০)

বায়ার্ন মিউনিখ (৩) রেড স্টার বেলগ্রেড (০)

লেভারকুসেন (১) লোকমোটিভ মস্কো (২)

ডিয়ানামো জাগরেভ (৪) আটলান্টা (০)