Iraq Stampede: ইরাকে ফুটবল ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট মৃত দর্শক, দেখুন ভয়াবহ ভিডিয়ো
প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকেই কোনও না কোনও সমস্যা হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গণ্ডগোলের জেরে ভিআইপি আসনে বসতে পারেননি কুয়েতের একজন রাজা।
বাগদাদ: বৃহস্পতিবার আট দেশের আরবিয়ান গলফ কাপের (Arabian Gulf Cup) ফাইনাল ম্যাচ খেলতে নামছে ইরাক (Iraq) ও ওমান (Oman)। তার আগেই খেলার আয়োজন হয়েছে যে মাঠে সেই বাসরা আন্তর্জাতিক স্টেডিয়ামের (Basra International Stadium) বাইরে পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু হল এক দর্শকের। জখম হয়েছেন আরও ৬০ জন। তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে অতিরিক্ত ভিড়ের কারণে। চার দশক পরে এই প্রথম কোনও আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ইরাকে। আর তাই বৃহস্পতিবার সকাল থেকে প্রচুর মানুষের ভিড় জমতে থাকে ইরাকের উত্তর দিকে অবস্থিত বাসরা আন্তর্জাতিক স্টেডিয়ামের বাইরে। আচমকা তাঁদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এর ফলে ঘটে যায় মর্মান্তিক পদপিষ্ট হওয়ার ঘটনা। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতরভাবে জখম হয়েছেন ৬০ জন।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৭৯ সালের পর এই প্রথম আরবিয়ান গলফ কাপের খেলার আয়োজন হয়েছে ইরাকে। গত ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় খেলছে গলফ কর্পোরেশন কাউন্সিলের অন্তর্ভুক্ত ৬টি দেশ বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর পাশাপাশি ইয়েমেন ও ইরাক।
প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকেই কোনও না কোনও সমস্যা হচ্ছে। উদ্বোধনী ম্যাচে গণ্ডগোলের জেরে ভিআইপি আসনে বসতে পারেননি কুয়েতের একজন রাজা।