Ronaldinho To Visit Kolkata: দুর্গাপুজোয় কলকাতায় আসছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো

কলকাতা ছাড়াও ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনাল্ডিনহো গাউচো প্রথমবারের মতো ঢাকাতেও যাবেন

Ronaldinho (Photo Credit: @pic_footballhd/ X)

আগামী মাসে দুর্গাপুজোর শুভক্ষণে কলকাতায় আসছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো। বিষয়টির সঙ্গে জড়িত এক কর্মকর্তা জানান, রোনাল্ডিনহো ১৫ থেকে ১৯ অক্টোবরের মধ্যে শহরে আসতে পারেন। তবে চূড়ান্ত তারিখ জানা যাবে কঙ্গোতে বার্সা লেজেন্ডস ম্যাচের কনফার্মেশন ডেটের পর। এই কর্মকর্তার মতে, রোনাল্ডিনহো প্রথমবারের মতো কলকাতায় আসছেন। তিনি জানান রোনাল্ডিনহো একটি ফুটবল ক্লিনিক ও দুর্গাপূজার প্যান্ডেল পরিদর্শন ছাড়াও একটি সংক্ষিপ্ত চ্যারিটি ম্যাচে অংশ নিতে পারেন। আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী লিওনেল মেসির মূর্তিও উদ্বোধন করবেন তিনি। দু'বারের ব্যালন ডি'অর জয়ী রোনালদিনহো রিষড়ার কাছে কিছু স্পনসর মিটে যোগ দেবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন। IND vs BAN Football, Asian Games 2023 Live Streaming: ভারত বনাম বাংলাদেশ ফুটবল, এশিয়ান গেমস ২০২৩, সরাসরি দেখবেন যেখানে

চলতি জুলাইয়ে আর্জেন্টিনার বর্তমান বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে শহরে আনার পেছনেও তার ভূমিকা ছিল। এর আগে মারাদোনা, পেলে, কাফুসহ ফুটবল কিংবদন্তিদের শহরে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সংশ্লিষ্ট এই কর্মকর্তা। উল্লেখ্য, এই শহরে রোনাল্ডিনহোর ফুটবল অ্যাকাডেমিও রয়েছে। রাজারহাটে রয়েছে আর-১০ (R10) অ্যাকাডেমি।

ঢাকায় রোনাল্ডিনহো

এছাড়া জানা গিয়েছে, ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনাল্ডিনহো গাউচো প্রথমবারের মতো ঢাকাতেও যাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ঢাকা ট্রিবিউনকে জানিয়েছে, প্যারিস সেন্ট জার্মেই ও বার্সেলোনার প্রাক্তন এই তারকা ১৫ অক্টোবর ঢাকায় আসার কথা নিশ্চিত করেছেন। তবে, তিনি ঢাকা ট্রিবিউনকে ব্রাজিলিয়ান সুপারস্টারের বাংলাদেশের রাজধানী সফরের বিষয়টি নিশ্চিত করলেও আগমনের সঠিক তারিখ ঠিক করতে পারেননি।