Mumbai City FC vs Jamshedpur FC: ইন্ডিয়ান সুপার লিগে আজ টেবিল-টপার মুম্বই সিটি এফসি-র মুখোমুখি জামশেদপুর এফসি

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021-22) আজ মুখোমুখি হবে টেবল-টপার মুম্বই সিটি এফসি ও জামশেদপুর এফসি (Mumbai City FC vs Jamshedpur FC)। হাই-ভোল্টেজ লড়াইটি হবে ফতোর্দায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টায়। এই মরসুমে দুরন্ত ছন্দে রয়েছে মুম্বই দল। কারণ তারা চারটি ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে। যার মধ্যে রয়েছে এটিকে মোহনবাগানকে ৫-১ গোলে হারানো এবং গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয়। আজকের ম্যাচ জিতে টেবিলে শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য থাকবে মুম্বইয়ের।

Mumbai City FC vs Jamshedpur FC (Photo Credits: Facebook / Mumbai City FC)

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021-22) আজ মুখোমুখি হবে টেবল-টপার মুম্বই সিটি এফসি ও জামশেদপুর এফসি (Mumbai City FC vs Jamshedpur FC)। হাই-ভোল্টেজ লড়াইটি হবে ফতোর্দায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টায়। এই মরসুমে দুরন্ত ছন্দে রয়েছে মুম্বই দল। কারণ তারা চারটি ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে। যার মধ্যে রয়েছে এটিকে মোহনবাগানকে ৫-১ গোলে হারানো এবং গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয়। আজকের ম্যাচ জিতে টেবিলে শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য থাকবে মুম্বইয়ের।

অন্যদিকে জামশেদপুর চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ওয়েন কোয়েলের ছেলেরা এখনও একটি ম্যাচেও হারেনি। শেষ চারটি ম্যাচের মধ্যে দু'টি জিতেছে। তৃতীয় জয় পেয়ে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সিংহাসনচ্যুত করার লক্ষ্য রাখবে।

আরও পড়ুন: Rohit Sharma: সরলেন বিরাট কোহলি, ভারতের ওডিআই দলের নতুন নেতা রোহিত শর্মা

সম্ভাব্য প্রথম একাদশ:

মুম্বই সিটি এফসি: মহম্মদ নওয়াজ, রাহুল ভেকে, আমে রানাওয়াদে, মুরতাদা ফল, মান্দার দেসাই, ক্যাসিও গ্যাব্রিয়েল, আহমেদ জাহৌ, লালেংমাওইয়া, বিক্রম সিং, ইগর অ্যাঙ্গুলো, বিপিন সিং।

জামশেদপুর এফসি: টিপি রেহেনেশ, রিকি লালাওমাওমা, এলি সাবিয়া, লালদিনলিয়ানা রেন্থলেই, পিটার হার্টলি, জিতেন্দ্র সিং, সেমিনলেন ডুঞ্জেল, প্রনয় হালদার, কোমল থাটাল, নেরিজুস ভালস্কিস, গ্রেগ স্টুয়ার্ট।



@endif