Silvio Berlusconi: জুভেন্তাসকে হারালে বাস ভর্তি করে দেহব্যবসায়ী নিয়ে আসব, প্রতিশ্রুতি ক্লাব সভাপতির, দেখুন ভিডিয়ো
ইতালির ক্লাব মোনজা চলতি মরসুমে ভাল দল গড়ছে। সিরি এ-তে মোনজা এখন ১৫টা-র মধ্য়ে ৫টা জিতে ১৬ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় ১৪ নম্বর স্থানে আছে।
ইতালির ক্লাব মোনজা চলতি মরসুমে ভাল দল গড়ছে। সিরি এ-তে মোনজা (Monza) এখন ১৫টা-র মধ্য়ে ৫টা জিতে ১৬ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় ১৪ নম্বর স্থানে আছে। বিশ্বকাপ মিটলেই ফের শুরু হবে সিরি এ-র খেলা। তার আগে মোনজা ক্লাবের সভাপতি সিলভিয়ো বেরলুসকোনি (Silvio Berlusconi) দলের ফুটবলার উদ্দেশ্যে অবাক করা কথা বললেন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা মোনজা সভাপতি সিলিভিয়োর ঘোষণা, মিলান বা জুভেন্তাসের মত বড় ক্লাবদের হারাতে পারলে ক্লাবে এক বাস ভর্তি সুন্দরী দেহব্যবসায়ীদের নিয়ে আসা হবে। তারপর লকার রুমে একে একে ডেকে উপহার হিসেবে সুন্দরী দেহব্যবসায়ীদের তুলে দেওয়া হবে।"
মোনজা ক্লাবের বর্তমান সভাপতি ৮৬ বছরের সিলভিয়ো এর আগে ১৯৮৬-২০১৭ পর্যন্ত এসি মিলানের মালিক ছিলেন। ২০১৮ সাল থেকে তিনি মনোজার সভাপতি। আরও পড়ুন-প্রকাশ পেল এই বছরের পর্নহাব রিভিউ, কিশোর-কিশোরীদের পছন্দ জাপানি ভিডিও-মহিলাদের লেসবিয়ান ভিডিও
দেখুন ক্লাব সভাপতির ঘোষণার ভিডিয়ো
নতুন কোচ আনার পর দলের সব ফুটবলার, সহকারী কোচদের ডেকে সিলভিয়ো বলেন, আমরা দারুণ দল। নতুন কোচও দারুণ। ভাল কিছু করে দেখাতি পারি আমরা। তবুও জানি এরপরেও উত্তেজনা বাড়ানোর জন্য কোনও কিছুর দরকার হয়। তাই আমি ঘোষণা করলাম, মিলান বা জুভেন্তাসের মত বড় দলদের হারাতে পারলে সবার জন্য উপহার থাকছে। আমি এক বাস ভর্তি করে সুন্দরী দেহব্যবসায়ীদের নিয়ে এসে লকার রুমে রাখব। ওরা তোমাদের স্বাগত জানাবে, তারপর মিলবে উত্তেজক উপহার।" সভাপির ঘোষণার পর হাততালি দিতে থাকেন উপস্থিত সবাই।