Mohun Bagan vs Bashundhara Kings, AFC Cup: বাংলাদেশের বসুন্ধরা কিংসের কাছে হার মোহনবাগান সুপার জায়ান্টের
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বসুন্ধরা কিংস (১-২)
এএফসি কাপ ২০২৩-২৪ ফুটবল টুর্নামেন্টের 'ডি' গ্রুপে বাংলাদেশের বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) কাছে ১-২ গোলে হেরেছে ভারতীয় ফুটবল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। মঙ্গলবার ঢাকার বসুন্ধরা কিংস এরিনায় অনুষ্ঠিত ম্যাচে মোহনবাগানের কাছে ২-১ গোলে হেরেছে মোহনবাগান। ১৭ মিনিটে লিস্টন কোলাকো (Liston Colaco) মোহনবাগানকে ফুটবল ম্যাচে এগিয়ে দিলেও ৪৪ মিনিটে মিগুয়েল ফিগুয়েরার (Miguel Figueira) ও ৮০ মিনিটে রবিনহোর (Robinho) গোলে দু'টি জয় তুলে নেয় আয়োজকরা। তবে হারলেও মোহনবাগান এসজি ও বসুন্ধরা কিংস দু'দলেরই চার ম্যাচে সাত পয়েন্ট রয়েছে। তবে 'ডি' গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ দল। গত মাসে দুই দলই বিপরীতমুখী ম্যাচে ২-২ গোলে ড্র করে। Maziya vs Odisha Result, AFC Cup: এএফসি কাপে মাজিয়াকে ৩-২ গোলে হারিয়ে জয় ওড়িশার
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। তবে মোহনবাগান গোলের লড়াইয়ে এগিয়ে থাকলেও মনবীর সিং (Manveer Singh), লিস্টন কোলাকো, হুগো বোউমাস (Hugo Boumous), সামাদ আবদুল সামাদরা (Samad Abdul Samad) সুযোগ নষ্ট করেন। শেষ পর্যন্ত গোল করেন লিস্টন কোলাকো। বাঁ দিক থেকে জেসন কামিংসের থেকে বল নিয়ে বসুন্ধরার গোলরক্ষক হাসান শ্রাবণের (Hasan Srabon) কাটিয়ে শান্তভাবে গোল দেন লিস্টন। এরপর মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথকে (Vishal Kaith) কাটিয়ে মিগুয়েল ফিগুয়েইরা গোল করে খেলা সমতায় ফেরায় আয়োজক দল। সহায়তা করেন দিদিয়ের ব্রোসো (Didier Brossou)।
দ্বিতীয়ার্ধে উভয় দলই সুযোগ তৈরি করে এবং খেলা ক্রমাগত পরিবর্তিত হয়। এরপর বসুন্ধরা ম্যাচে আধিপত্য নেয়, বিশেষ করে রবিনহোকে বাঁ-প্রান্তে বিপজ্জনক হয়ে ওঠেন। ৬০ মিনিটের মাথায় রাকিব হোসেন (Rakib Hossain) গোল দেওয়ার চেষ্টা করলে দুর্দান্ত সেভ করেন বিশাল কাইথ। অন্যদিকে ঠিক ১০ মিনিট পরে মোহনবাগানের কামিংসের বল পেয়েও অফসাইডে গোল করার সুযোগ ছিটকে যায়। ম্যাচে দুর্দান্ত খেলে রবিনহোর গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে আয়োজকরা। আগামী ২৭ নভেম্বর এএফসি কাপের গ্রুপ ডি-র ম্যাচে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)