Joseph Maria Bartomeu Steps Down as President of Barcelona: বার্সেলোনার প্রেসিডেন্টের পদ ছাড়লেন জোসেপ মারিয়া বার্তোমেউ

চাপের মুখে বার্সেলোনার (Barcelona) প্রেসিডেন্টের পদ ছাড়লেন জোসেপ মারিয়া বার্তোমেউ (Joseph Maria Bartomeu)। তাঁর সঙ্গে গোটা বোর্ড দায়িত্ব ছেড়েছে। বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে চ্যাম্পিয়নস লিগে হেরে বিদায়ের পর তীব্র সমালোচনার মুখে বার্সেলোনা। এরপর আবার লিওনেল মেসির (Lionel Messi) ক্লাব ছাড়ার ইচ্ছা আরও বাড়িয়ে দেয় সমালোচনা। ক্লাব আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রেখে দিতে সমর্থ হয়। কিন্তু মেসি বলেছিলেন, প্রিয় ক্লাবকে আদালতে নিয়ে যাওয়ার ইচ্ছা নেই বলে তিনি থেকে গেছেন ক্যাম্প ন্যুতে।

জোসেপ মারিয়া বার্তোমেউ

চাপের মুখে বার্সেলোনার (Barcelona) প্রেসিডেন্টের পদ ছাড়লেন জোসেপ মারিয়া বার্তোমেউ (Joseph Maria Bartomeu)। তাঁর সঙ্গে গোটা বোর্ড দায়িত্ব ছেড়েছে। বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে চ্যাম্পিয়নস লিগে হেরে বিদায়ের পর তীব্র সমালোচনার মুখে বার্সেলোনা। এরপর আবার লিওনেল মেসির (Lionel Messi) ক্লাব ছাড়ার ইচ্ছা আরও বাড়িয়ে দেয় সমালোচনা। ক্লাব আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রেখে দিতে সমর্থ হয়। কিন্তু মেসি বলেছিলেন, প্রিয় ক্লাবকে আদালতে নিয়ে যাওয়ার ইচ্ছা নেই বলে তিনি থেকে গেছেন ক্যাম্প ন্যুতে।

এফ সি বার্সেলোনার ২০ হাজারেরও বেশি অনুরাগী দাবি জানিয়েছিলেন ক্লাব প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে। না হলে অবশ্য আগামী মাসে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনার সম্ভাবনা ছিল প্রবল। তার আগেই পদত্যাগ করলেন বার্তোমেউ। আরও পড়ুন: MI vs RCB: আইপিএলে আজ মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দেখে নিন সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট ও পরিসংখ্যান

আগামী তিন মাসের মধ্যে প্রেসিডেন্ট সহ নতুন বোর্ড সদস্যদের নির্বাচন করা হবে। তার আগে অস্থায়ী বোর্ড ক্লাবের পরিচালনার দায়িত্বে থাকবে। হোয়ান লাপোর্তার প্রেসিডেন্সির সময় বার্তোমেউ বার্সায় যোগ দিয়েছিলেন এবং শীর্ষ পদে আসীন হন ২০১৪ সালের জানুয়ারিতে। সান্দ্রো রোসেলের স্থলাভিষিক্ত হয়ে বার্সার ৪০তম প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। তার মেয়াদে বার্সা ২০১৫ সালের চ্যাম্পিয়নস লিগ ও চারটি লা লিগা জিতেছে। কিন্তু তার মেয়াদের শেষ দিকে সবচেয়ে আলোচিত হয়েছে ক্লাবের অর্থনৈতিক পতন।